সাভার (ঢাকা) প্রতিনিধি

আহত ছাগল নিয়ে থানার মূল ফটকে অপেক্ষা করছেন সিদ্দিকুর রহমান। তাঁর ছাগলের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। অবলা প্রাণির পা ভেঙে দেওয়ার বিচার চাইতে থানায় হাজির হয়েছেন তিনি।
আজ রোববার রাত ১০টায় আশুলিয়া থানায় সরেজমিনে এ চিত্র দেখা যায়। এরই মধ্যে ছাগল মালিক সিদ্দিকুর রহমান দুজনকে অভিযুক্ত করে থানায় সাধারন ডায়েরি করেন। অভিযুক্তরা হলেন-আশুলিয়ার চাকলগ্রামের মাজেম মিয়ার ছেলে আব্দুর রহিম (৫০) ও অপরজন একই গ্রামের নজরুল (৫৫)।
জানা গেছে, ভুক্তভোগী ছাগল মালিক সিদ্দিকুর রহমান পেশায় মোবাইল টেকনিশয়ান। থাকেন আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের সক্রান গ্রামে।
সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমি চারটি ছাগল পালন করি। ছাগলদের গোসল করিয়ে বাড়ির পাশে সড়কে রোদে রেখেছিলাম। কিছুক্ষণ পর এসে দেখি পার্শবর্তী আব্দুর রহিম আমার ছাগলকে মারধর করছে। আমাকে দেখেই পালিয়ে যায় সে। কাছে গিয়ে দেখি আমার ছাগলের একটি পা ভেঙে গেছে। মারধরের কারণে বাকি ছাগলগুলোরও পেট ফুলে গিয়েছে।
সিদ্দিকুর রহমান দাবি করেন, স্থানীয় নজরুলের নির্দেশে আব্দুর রহিম এই কাজ করেছে। তাদের ক্ষেতে যেতে পারে বলে এর আগে তারা ছাগল পালন করতে মানা করেছে। কিন্তু কখনোই ছাগল তাদের ক্ষেত খামারে যায়নি।
অভিযুক্ত আব্দুর রহিম ঘটনাস্থলের পার্শবর্তী জমিতে চাষাবাদ করেন বলে জানা যায়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সিদ্দিকুর রহমানের ভাই হারুনর রশিদ পেশায় চা দোকানী। ছাগল নিয়ে আশুলিয়া থানার ফটকে বসে ছিলেন তিনিও। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমরা এই এলাকায় জমি কিনে বাড়ি করেছি দেখে এলাকার স্থানীয়রা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাদের ছাগল কখনই পাশের ক্ষেতে যায়নি। তবুও আমরা ছাগল পালন করি দেখে আমাদের হুমকি ধামকি দেয় আব্দুর রহিম।’
হারুনর রশিদ আরও বলেন, ‘গত ৬ মাস আগে তোতামুখী জাতের এই ছাগলটিকে ১২ হাজার টাকায় কিনেছিলাম। এখন ছাগলটি যদি মারা যায় তাহলে কী করব। আমরা গরীব মানুষ।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম ও নজরুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার এসআই আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ইতোমধ্যে ঘটনাটি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্ব সহকারেই বিষয়টি দেখা হবে।

আহত ছাগল নিয়ে থানার মূল ফটকে অপেক্ষা করছেন সিদ্দিকুর রহমান। তাঁর ছাগলের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। অবলা প্রাণির পা ভেঙে দেওয়ার বিচার চাইতে থানায় হাজির হয়েছেন তিনি।
আজ রোববার রাত ১০টায় আশুলিয়া থানায় সরেজমিনে এ চিত্র দেখা যায়। এরই মধ্যে ছাগল মালিক সিদ্দিকুর রহমান দুজনকে অভিযুক্ত করে থানায় সাধারন ডায়েরি করেন। অভিযুক্তরা হলেন-আশুলিয়ার চাকলগ্রামের মাজেম মিয়ার ছেলে আব্দুর রহিম (৫০) ও অপরজন একই গ্রামের নজরুল (৫৫)।
জানা গেছে, ভুক্তভোগী ছাগল মালিক সিদ্দিকুর রহমান পেশায় মোবাইল টেকনিশয়ান। থাকেন আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের সক্রান গ্রামে।
সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমি চারটি ছাগল পালন করি। ছাগলদের গোসল করিয়ে বাড়ির পাশে সড়কে রোদে রেখেছিলাম। কিছুক্ষণ পর এসে দেখি পার্শবর্তী আব্দুর রহিম আমার ছাগলকে মারধর করছে। আমাকে দেখেই পালিয়ে যায় সে। কাছে গিয়ে দেখি আমার ছাগলের একটি পা ভেঙে গেছে। মারধরের কারণে বাকি ছাগলগুলোরও পেট ফুলে গিয়েছে।
সিদ্দিকুর রহমান দাবি করেন, স্থানীয় নজরুলের নির্দেশে আব্দুর রহিম এই কাজ করেছে। তাদের ক্ষেতে যেতে পারে বলে এর আগে তারা ছাগল পালন করতে মানা করেছে। কিন্তু কখনোই ছাগল তাদের ক্ষেত খামারে যায়নি।
অভিযুক্ত আব্দুর রহিম ঘটনাস্থলের পার্শবর্তী জমিতে চাষাবাদ করেন বলে জানা যায়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সিদ্দিকুর রহমানের ভাই হারুনর রশিদ পেশায় চা দোকানী। ছাগল নিয়ে আশুলিয়া থানার ফটকে বসে ছিলেন তিনিও। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমরা এই এলাকায় জমি কিনে বাড়ি করেছি দেখে এলাকার স্থানীয়রা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাদের ছাগল কখনই পাশের ক্ষেতে যায়নি। তবুও আমরা ছাগল পালন করি দেখে আমাদের হুমকি ধামকি দেয় আব্দুর রহিম।’
হারুনর রশিদ আরও বলেন, ‘গত ৬ মাস আগে তোতামুখী জাতের এই ছাগলটিকে ১২ হাজার টাকায় কিনেছিলাম। এখন ছাগলটি যদি মারা যায় তাহলে কী করব। আমরা গরীব মানুষ।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম ও নজরুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার এসআই আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ইতোমধ্যে ঘটনাটি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্ব সহকারেই বিষয়টি দেখা হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫