কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন শুক্কুর (৫০) এবং একই গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি আলম ভূঁইয়াকে (৫৮) আটক করা হয়।
গতকাল শনিবার রাতেই ওই দুই নেতাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব। আজ রোববার সকালে তাঁদের গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের বিচারক তাঁদের জেল হাজতে প্রেরণ করেন।
এর আগে থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকার ডি ব্লকের বাসিন্দা মো. মাহবুব হোসেন কালীগঞ্জের বাঘারপাড়া এলাকায় একটি কারখানা পরিচালনা করে আসছেন। গত বছরের ৩০ ডিসেম্বর সেখানে নির্মাণকাজ করতে গেলে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেন শুক্কুর, আলম ভূঁইয়া, পরাগ ভূঁইয়া, নীরব ভূঁইয়া, মাছুম ভূঁইয়াসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-সাতজন দেশীয় অস্ত্রসহ কারখানায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মো. মাহবুব হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নীরব তাঁকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁরা মাহবুবকে এলোপাতাড়ি মারধরসহ কারখানার গ্লাস ভাঙচুর করে। সন্ত্রাসীরা যাওয়ার সময় চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দেবে না এবং প্রয়োজনে তাঁকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে গত ৫ জানুয়ারি মো. মাহবুব হোসেন বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা করেন।
গত ২০ জানুয়ারি মাহবুব হোসেন ব্যক্তিগত গাড়িতে কারখানায় গেলে অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন গাড়ির গতিরোধ করে তাঁকে শারীরিক নির্যাতনসহ অশালীন ভাষায় গালমন্দ করে আদালতে করা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। পরে মামলার বাদী কালীগঞ্জ থানায় মোবাইল ফোনে বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ বিষয়ে তিনি গত ২২ জানুয়ারি বাদী হয়ে কালীগঞ্জ থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, র্যাব দুজন আসামিকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন শুক্কুর (৫০) এবং একই গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি আলম ভূঁইয়াকে (৫৮) আটক করা হয়।
গতকাল শনিবার রাতেই ওই দুই নেতাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব। আজ রোববার সকালে তাঁদের গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের বিচারক তাঁদের জেল হাজতে প্রেরণ করেন।
এর আগে থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকার ডি ব্লকের বাসিন্দা মো. মাহবুব হোসেন কালীগঞ্জের বাঘারপাড়া এলাকায় একটি কারখানা পরিচালনা করে আসছেন। গত বছরের ৩০ ডিসেম্বর সেখানে নির্মাণকাজ করতে গেলে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেন শুক্কুর, আলম ভূঁইয়া, পরাগ ভূঁইয়া, নীরব ভূঁইয়া, মাছুম ভূঁইয়াসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-সাতজন দেশীয় অস্ত্রসহ কারখানায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মো. মাহবুব হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নীরব তাঁকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁরা মাহবুবকে এলোপাতাড়ি মারধরসহ কারখানার গ্লাস ভাঙচুর করে। সন্ত্রাসীরা যাওয়ার সময় চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দেবে না এবং প্রয়োজনে তাঁকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে গত ৫ জানুয়ারি মো. মাহবুব হোসেন বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা করেন।
গত ২০ জানুয়ারি মাহবুব হোসেন ব্যক্তিগত গাড়িতে কারখানায় গেলে অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন গাড়ির গতিরোধ করে তাঁকে শারীরিক নির্যাতনসহ অশালীন ভাষায় গালমন্দ করে আদালতে করা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। পরে মামলার বাদী কালীগঞ্জ থানায় মোবাইল ফোনে বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ বিষয়ে তিনি গত ২২ জানুয়ারি বাদী হয়ে কালীগঞ্জ থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, র্যাব দুজন আসামিকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে