নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি এলাকায় ভবনের ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানার জর্ডান রোডে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাড়িটি আসামির সৎ বাবার বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম মাহাদি হাসান জারিফ (২৫)।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ধানমন্ডি ৩/এ সড়কের একটি ভবনের ছাদে এক শিক্ষার্থীকে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশালে সৎ বাবার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।’
ওসি পারভেজ ইসলাম আরও বলেন, ‘গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তাঁর মামার বাসা। বরিশাল থেকে এসে এখানে থাকতেন। ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াতেন। এই এলাকায় তাঁর ফ্রেন্ড সার্কেল আছে। তাঁদের নিয়ে লেকে আসা বিভিন্ন মেয়ের সঙ্গে সখ্য গড়ে তুলতেন বলে স্বীকার করেছেন। এ ছাড়া একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও জানতে পেরেছি।’
ঘটনার দিনের কথা তুলে ধরে ওসি পারভেজ বলেন, ‘গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসে। সে মন খারাপ করে বসে ছিল। এ সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ-সরল হওয়ায় তার ফাঁদে পড়ে যায়। গ্রেপ্তার মাহাদি মেয়েটিকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরায়। এর একপর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাততলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটাকে রেখে সে পালিয়ে বরিশালে চলে যায়।’
এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় অজ্ঞাত আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রাজধানীর ধানমন্ডি এলাকায় ভবনের ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানার জর্ডান রোডে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাড়িটি আসামির সৎ বাবার বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম মাহাদি হাসান জারিফ (২৫)।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ধানমন্ডি ৩/এ সড়কের একটি ভবনের ছাদে এক শিক্ষার্থীকে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশালে সৎ বাবার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।’
ওসি পারভেজ ইসলাম আরও বলেন, ‘গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তাঁর মামার বাসা। বরিশাল থেকে এসে এখানে থাকতেন। ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াতেন। এই এলাকায় তাঁর ফ্রেন্ড সার্কেল আছে। তাঁদের নিয়ে লেকে আসা বিভিন্ন মেয়ের সঙ্গে সখ্য গড়ে তুলতেন বলে স্বীকার করেছেন। এ ছাড়া একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও জানতে পেরেছি।’
ঘটনার দিনের কথা তুলে ধরে ওসি পারভেজ বলেন, ‘গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসে। সে মন খারাপ করে বসে ছিল। এ সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ-সরল হওয়ায় তার ফাঁদে পড়ে যায়। গ্রেপ্তার মাহাদি মেয়েটিকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরায়। এর একপর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাততলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটাকে রেখে সে পালিয়ে বরিশালে চলে যায়।’
এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় অজ্ঞাত আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে