ঢাবি প্রতিনিধি

বিআরটিসি বাসে নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার বিকেলে বাবুবাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রিয়াজ এবং একই সেশনের সংস্কৃতি বিভাগের ছাত্র জহির উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে ঢাকা আসার পথে বিআরটিসি বাসে আহমেদ ফয়সাল নামের এক ব্যক্তি সিটে বসা নিয়ে এক বৃদ্ধের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বৃদ্ধের গায়ে হাত তোলেন এবং তাঁর সঙ্গে থাকা স্ত্রী ও মেয়ের গায়ে হাত তোলেন ফয়সাল। ওই সময় এর প্রতিবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে বাবুবাজার ব্রিজে বাস থামিয়ে ফয়সাল ও তাঁর সহযোগীরা দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়।
রিয়াজ বলেন, ‘বাসের সিটে বসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আহমেদ ফয়সাল (আক্রমণকারী) এক বৃদ্ধের গায়ে হাত তোলেন। একসময় বৃদ্ধ বাস থেকে নেমে গেলে ফয়সাল বাসে থাকা বৃদ্ধ ব্যক্তির স্ত্রী এবং মেয়েকে উত্ত্যক্ত করতে থাকেন। এমনকি তাঁদের গায়ে হাত দেয়। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করি। বাসটি বাবুবাজারে এসে থামলে হঠাৎ করে দশ-বারোজন ছেলে গাড়িতে ওঠে এবং ফয়সালসহ আমাদের মারধর শুরু করে।’
এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আক্রমণকারী আহমদ ফয়সাল ও তাঁর অনুসারীরা রিয়াজ এবং জহিরকে মারধরের সময় অকথ্য ভাষায় গালাগাল করছেন।
এ ঘটনায় বংশাল কোতোয়ালি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন রিয়াজ। তিনি বলেন, ‘ওই ঘটনার মূল হোতা আহমেদ ফয়সাল ও তাঁর বাবা কামরুজ্জামান।’

বিআরটিসি বাসে নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার বিকেলে বাবুবাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রিয়াজ এবং একই সেশনের সংস্কৃতি বিভাগের ছাত্র জহির উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে ঢাকা আসার পথে বিআরটিসি বাসে আহমেদ ফয়সাল নামের এক ব্যক্তি সিটে বসা নিয়ে এক বৃদ্ধের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বৃদ্ধের গায়ে হাত তোলেন এবং তাঁর সঙ্গে থাকা স্ত্রী ও মেয়ের গায়ে হাত তোলেন ফয়সাল। ওই সময় এর প্রতিবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে বাবুবাজার ব্রিজে বাস থামিয়ে ফয়সাল ও তাঁর সহযোগীরা দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়।
রিয়াজ বলেন, ‘বাসের সিটে বসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আহমেদ ফয়সাল (আক্রমণকারী) এক বৃদ্ধের গায়ে হাত তোলেন। একসময় বৃদ্ধ বাস থেকে নেমে গেলে ফয়সাল বাসে থাকা বৃদ্ধ ব্যক্তির স্ত্রী এবং মেয়েকে উত্ত্যক্ত করতে থাকেন। এমনকি তাঁদের গায়ে হাত দেয়। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করি। বাসটি বাবুবাজারে এসে থামলে হঠাৎ করে দশ-বারোজন ছেলে গাড়িতে ওঠে এবং ফয়সালসহ আমাদের মারধর শুরু করে।’
এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আক্রমণকারী আহমদ ফয়সাল ও তাঁর অনুসারীরা রিয়াজ এবং জহিরকে মারধরের সময় অকথ্য ভাষায় গালাগাল করছেন।
এ ঘটনায় বংশাল কোতোয়ালি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন রিয়াজ। তিনি বলেন, ‘ওই ঘটনার মূল হোতা আহমেদ ফয়সাল ও তাঁর বাবা কামরুজ্জামান।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে