শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলের আঙিনায় ট্রাক চাপায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার নিহত শিক্ষিকা ফাতেমা নাসরিনের স্বামী আওলাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামি হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শহিদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর কর্মকর্তা মফিজুল ইসলাম ও ট্রাকচালক জুয়েলসহ অজ্ঞাত আরও চার/পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। স্কুলের মূল ফটকে তালা ঝুলছে।
এদিকে, দুর্ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান এবং জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান।
আগামী বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে পরিদর্শনে যাবেন বলে তদন্ত কমিটি প্রধান আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার বিষয়ে নিহতের স্বামী আওলাদ হোসেন অভিযোগ করেন, সড়ক উন্নয়নকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্কুলের আঙিনায় ট্রাক পার্কিংয়ের জন্য বাড়তি অর্থের লোভে ভাড়া দেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান। এ ছাড়া, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও অনভিজ্ঞ চালক দিয়ে গাড়ি চালানোর কারণেই এ ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থী জারিন তাসনিমের বাবা সোনালী ব্যাংক ব্যবস্থাপক শহিদুল ইসলাম। পরিবারের সবাই একমাত্র মেয়েকে হারিয়ে শোকে নির্বাক হয়ে গেছেন। মামলা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শহিদুল ইসলাম। একটু স্বাভাবিক হলে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ওসি মো. শাহিন বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আসামিদের আটকে আমরা তৎপর রয়েছি।’
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘ঘটনাটি খুবই পীড়াদায়ক। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’
ঘটনার পর স্কুল বন্ধের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনার পর থেকে অন্য শিক্ষার্থীরা আতঙ্কে থাকায় তাঁরা আপাতত স্কুলে আসছে না। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত সোমবার সকালে শিবালয়ে টেপড়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের আঙিনায় ট্রাক চাপায় শিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়। ঘটনায় গুরুতর আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই স্কুলশিক্ষকেরা গা-ঢাকা দিয়েছেন।

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলের আঙিনায় ট্রাক চাপায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার নিহত শিক্ষিকা ফাতেমা নাসরিনের স্বামী আওলাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামি হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শহিদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর কর্মকর্তা মফিজুল ইসলাম ও ট্রাকচালক জুয়েলসহ অজ্ঞাত আরও চার/পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। স্কুলের মূল ফটকে তালা ঝুলছে।
এদিকে, দুর্ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান এবং জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান।
আগামী বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে পরিদর্শনে যাবেন বলে তদন্ত কমিটি প্রধান আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার বিষয়ে নিহতের স্বামী আওলাদ হোসেন অভিযোগ করেন, সড়ক উন্নয়নকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্কুলের আঙিনায় ট্রাক পার্কিংয়ের জন্য বাড়তি অর্থের লোভে ভাড়া দেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান। এ ছাড়া, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও অনভিজ্ঞ চালক দিয়ে গাড়ি চালানোর কারণেই এ ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থী জারিন তাসনিমের বাবা সোনালী ব্যাংক ব্যবস্থাপক শহিদুল ইসলাম। পরিবারের সবাই একমাত্র মেয়েকে হারিয়ে শোকে নির্বাক হয়ে গেছেন। মামলা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শহিদুল ইসলাম। একটু স্বাভাবিক হলে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ওসি মো. শাহিন বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আসামিদের আটকে আমরা তৎপর রয়েছি।’
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘ঘটনাটি খুবই পীড়াদায়ক। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’
ঘটনার পর স্কুল বন্ধের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনার পর থেকে অন্য শিক্ষার্থীরা আতঙ্কে থাকায় তাঁরা আপাতত স্কুলে আসছে না। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত সোমবার সকালে শিবালয়ে টেপড়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের আঙিনায় ট্রাক চাপায় শিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়। ঘটনায় গুরুতর আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই স্কুলশিক্ষকেরা গা-ঢাকা দিয়েছেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে