সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাকরির প্রলোভন দিয়ে তরুণীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করায় অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ ডিসেম্বর তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানি করার অভিযোগে গত ২২ ডিসেম্বর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানকে বদলির আদেশ দেওয়া হয়।
তরুণীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কয়েক দিন আগে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানের কাছে ওই তরুণী টিকা নিয়ে কথা বলতে যান। টিকা দেওয়া হবে বলে ওই তরুণীর মোবাইল নম্বর রেখে দেন মেহেদি হাসান। এরপর থেকে রাতের বেলায় ফোনে উত্ত্যক্ত করতে থাকেন তিনি। প্রতি রাতে নানা কথায় অসামাজিক প্রস্তাব দিতে থাকেন। ওই তরুণী কৌশলে কথোপকথন রেকর্ড করে রাখেন। পরে রেকর্ডসহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের কথা স্বীকার করে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দেন, এমন কাজ আর কোনো দিন করব না। ভুলবশত আমি এ কাজ করেছি।’ ২২ মিনিটের অডিও রেকর্ডে তরুণীর সঙ্গে আপত্তিকর কথা বার্তার বিষয়টি স্বীকার করেছেন মেহেদি হাসান।
বদলির বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক সত্যতা পেয়ে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানকে বদলির আদেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাকরির প্রলোভন দিয়ে তরুণীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করায় অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ ডিসেম্বর তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানি করার অভিযোগে গত ২২ ডিসেম্বর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানকে বদলির আদেশ দেওয়া হয়।
তরুণীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কয়েক দিন আগে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানের কাছে ওই তরুণী টিকা নিয়ে কথা বলতে যান। টিকা দেওয়া হবে বলে ওই তরুণীর মোবাইল নম্বর রেখে দেন মেহেদি হাসান। এরপর থেকে রাতের বেলায় ফোনে উত্ত্যক্ত করতে থাকেন তিনি। প্রতি রাতে নানা কথায় অসামাজিক প্রস্তাব দিতে থাকেন। ওই তরুণী কৌশলে কথোপকথন রেকর্ড করে রাখেন। পরে রেকর্ডসহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের কথা স্বীকার করে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দেন, এমন কাজ আর কোনো দিন করব না। ভুলবশত আমি এ কাজ করেছি।’ ২২ মিনিটের অডিও রেকর্ডে তরুণীর সঙ্গে আপত্তিকর কথা বার্তার বিষয়টি স্বীকার করেছেন মেহেদি হাসান।
বদলির বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক সত্যতা পেয়ে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানকে বদলির আদেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে