Ajker Patrika

বাবাকে খুনের অভিযোগে কিশোর আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
বাবাকে খুনের অভিযোগে কিশোর আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাবা এনামুল হক রেণুকে (৪০) হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে আটক করা হয়। এর আগে সকালে উপজেলার একটি গ্রাম থেকে এনামুল হক রেণুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ওই কিশোরের বিরুদ্ধে রেনুর ভাই হত্যা মামলা করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ওই কিশোর রেনুর কাছে অটোরিকশা কেনার জন্য আড়াই লাখ টাকা চায়। এর আগেও সে টাকা নিয়ে নানাভাবে অপব্যয় করে। তাই এবার রেনু টাকা দেবেন না বলে জানিয়ে দেন ছেলেকে। এ নিয়ে বাবা-ছেলে বাগ বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে বাবাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ছেলে। আজ সকালে রেণুর মা ফজরের নামাজ পড়তে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর ঘরে ঢুকে দেখতে পান ছেলে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ছেলেকে এ অবস্থায় দেখেই তিনি চিৎকার শুরু করেন। এরপর আশপাশের মানুষ আসেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ নিয়ে রেনুর মা বলেন, ‘ছেলেকে টাকার জন্যই আমার নাতি মেরে ফেলছে। ভোরে নামাজের জন্য ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের ঘরের দরজা খোলা। কাছে গিয়ে দেখি আমার ছেলের লাশ ফ্লোরে পড়ে আছে। গতকাল শুক্রবার বিকেলে ছেলের কাছে অটোরিকশা কেনার জন্য আড়াই লাখ টাকা চায় আমার নাতি। টাকা দিতে না চাইলে বাবার সঙ্গে কথা-কাটাকাটি করে আমার নাতি। পরে আমার বাবাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে।’

করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, ‘ধারণা করা হচ্ছে গতকাল শুক্রবার রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রেনুর ভাই বাদী হয়ে ওই কিশোরের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত