ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদকারী শিক্ষক নজরুল ইসলামকে পিটিয়ে আহত করার ঘটনায় দুই জনকে আটক করেছেন র্যাব-১২ ও সিপিসি-৩-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পুনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ওই উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকার আবদুল আলিমের ছেলে মো. সাগর ও মো. ফজলুর রহমানের ছেলে স্বপন।
জানা যায়, গত রোববার দুপুরে মাদ্রাসার মেয়েদের কমনরুমের কাছে টয়লেটের ওপর দিয়ে উঁকি মারছিলেন তাঁরা। ঘটনাটি ওই মাদ্রাসার শিক্ষকেরা টের পেলে সাগর পালিয়ে যান এবং জাহিদকে ধরে অফিসকক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইতে বলেন। ঘটনার পরদিন সোমবার দুপুরে ওই শিক্ষক নামাজ পড়তে যান। পথে ১ ও ২ নম্বর পুনর্বাসনের মাঝামাঝি কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ জন মিলে শিক্ষককে মারার জন্য পথ আটকায়। একপর্যায়ে তাঁকে রড ও ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মাথায় ও হাতে আঘাত করেন অভিযুক্তরা। পরে এলাকাবাসী ও অন্য শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হলে টাঙ্গাইল র্যাবের কমান্ডার স্বপন ও সাগরকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বহুদিন ধরে তারা মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করছিল।
র্যাব-১২ ও সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানকারী দল আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় অভিযান চালায়। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সিরাজকান্দী দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলামকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
কোম্পানি কমান্ডার আরও বলেন, আটককৃতদের ভূঞাপুর থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদকারী শিক্ষক নজরুল ইসলামকে পিটিয়ে আহত করার ঘটনায় দুই জনকে আটক করেছেন র্যাব-১২ ও সিপিসি-৩-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পুনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ওই উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকার আবদুল আলিমের ছেলে মো. সাগর ও মো. ফজলুর রহমানের ছেলে স্বপন।
জানা যায়, গত রোববার দুপুরে মাদ্রাসার মেয়েদের কমনরুমের কাছে টয়লেটের ওপর দিয়ে উঁকি মারছিলেন তাঁরা। ঘটনাটি ওই মাদ্রাসার শিক্ষকেরা টের পেলে সাগর পালিয়ে যান এবং জাহিদকে ধরে অফিসকক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইতে বলেন। ঘটনার পরদিন সোমবার দুপুরে ওই শিক্ষক নামাজ পড়তে যান। পথে ১ ও ২ নম্বর পুনর্বাসনের মাঝামাঝি কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ জন মিলে শিক্ষককে মারার জন্য পথ আটকায়। একপর্যায়ে তাঁকে রড ও ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মাথায় ও হাতে আঘাত করেন অভিযুক্তরা। পরে এলাকাবাসী ও অন্য শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হলে টাঙ্গাইল র্যাবের কমান্ডার স্বপন ও সাগরকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বহুদিন ধরে তারা মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করছিল।
র্যাব-১২ ও সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানকারী দল আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় অভিযান চালায়। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সিরাজকান্দী দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলামকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
কোম্পানি কমান্ডার আরও বলেন, আটককৃতদের ভূঞাপুর থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে