Ajker Patrika

নারীদের জিনের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিত শরীফ

নিজস্ব প্রতিবেদক
নারীদের জিনের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিত শরীফ

জিনের ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া কথিত তান্ত্রিকের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের নাম মো. শরীফ হোসেন। 

গতকাল সোমবার কুমিল্লার চান্দিনার হাড়িখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির মুন্সিগঞ্জের একটি টিম। গ্রেপ্তার শরীফের কাছ থেকে আনুমানিক ৯ ভরি (চারটি হার, একটি জোড়া রুলি, একটি টিকলি, দুইটি জোড়া কানের দুল, একটি আংটি) স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। 

আনুমানিক ৯ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মুখ্যপাত্র) জিসানুল হক জানান, গ্রেপ্তার শরীফ স্কুলপড়ুয়া ছাত্রী ও নারীদের জিনের ভয় দেখাতেন। টাকা বা স্বর্ণালঙ্কার না দিলে তিনি জিন দিয়ে ক্ষতি করানোর ভয় দেখাতেন। ভয় পেয়ে নারীরা তাকে বিকাশে টাকা ও কুরিয়ারে স্বর্ণালঙ্কার পাঠাতেন। 

জিসানুল হক জানান, জিনের ভয় দেখিয়ে প্রতারণা করে তান্ত্রিক কবিরাজের সহযোগী হিসেবে অনলাইনে দেশের বিভিন্ন স্থানের ঠিকানা ব্যবহার করে তিনি আর্থিকভাবে লাভবান হতেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত