Ajker Patrika

স্বামীহারা নারীকে রাতভর গণধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭: ৪২
স্বামীহারা নারীকে রাতভর গণধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ফরিদপুরের ভাঙ্গায় স্বামীহারা এক নারীকে (২৫) হাত-মুখ বেঁধে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে। এ আগে গতকাল রোববার বিকেলে পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেন তিনি। 

আসামিরা হলেন ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের রুবেল শেখ (২২), শাহিন কাজী (২৬), সজিব কাজী (২০), রাকিব খান (২৫) ও হাসিবুল ভূঁইয়া (২০)।

ভুক্তভোগী জানান, ১০ বছর আগে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে তাঁর বিয়ে হয়। ৪ বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁর ৭ বছরের মেয়ে ও ৪ বছরের ছেলেসন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই নারী ছেলেমেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। 

ওই নারী বলেন, টাকার প্রয়োজন হওয়ায় গত ২৮ মার্চ বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ি আলেখারকান্দা গ্রামে যান তিনি। ওই দিন সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ি থেকে দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফেরার জন্য রওনা দেন। পথে আলেখারকান্দা গ্রামের আউড়াবাগে পৌঁছালে আসামিরা তাঁদের হাতে থাকা চাকু দিয়ে দুই আত্মীয়কে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই নারীকে পাশের গমখেতে নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। 

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিউল আলম বলেন, ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীর মেডিকেল পরীক্ষা করানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত