শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে গত ১১ দিন আগে মাথার চুল কাটা নিয়ে তর্কের জের ধরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছিলেন তাঁরই নাতি ও ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধের নাম জোহর আলী ভূঁইয়া (৮৫)। তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গত ১৬ জানুয়ারি দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে তাঁকে চেয়ার ও কোদাল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। তাঁকে পিটিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত নাতির নাম নাহিদ ভূঁইয়া (২৫) ও ছেলে জসিম উদ্দিন ভূঁইয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৮৫ বছর বয়সী জোহর আলী ভূঁইয়া তাঁর চুল বড় রাখতে চাইছিলেন। চুল বড় রাখা নিয়ে গত ১৬ জানুয়ারি দুপুরে নাতি নাহিদ ভূঁইয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদ তাঁর বাবা জসিম উদ্দীন ভূঁইয়াকে ডেকে আনে। এ সময় উত্তেজিত অবস্থায় বৃদ্ধ দাদাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করে নাহিদ। একই সময়ে ছেলে জসিম উদ্দীন ভূঁইয়াও পাশেই থাকা কোদাল দিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় ওই বৃদ্ধকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বয়স্ক একজন ব্যক্তিকে তাঁর ছেলে ও নাতির এভাবে পিটিয়ে মারধর করা অমানবিক। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর শুনেছি। ওই খবর পাওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে।
সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. মিনহাজ বলেন, এই ঘটনায় নিহতের নাতি ও ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের মেয়ে নূরজাহান বেগম। মামলা হওয়ার পরপরই নিহতের ছেলে ও আসামি জসিম উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাতি নাহিদ ভূঁইয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নরসিংদীর শিবপুরে গত ১১ দিন আগে মাথার চুল কাটা নিয়ে তর্কের জের ধরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছিলেন তাঁরই নাতি ও ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধের নাম জোহর আলী ভূঁইয়া (৮৫)। তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গত ১৬ জানুয়ারি দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে তাঁকে চেয়ার ও কোদাল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। তাঁকে পিটিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত নাতির নাম নাহিদ ভূঁইয়া (২৫) ও ছেলে জসিম উদ্দিন ভূঁইয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৮৫ বছর বয়সী জোহর আলী ভূঁইয়া তাঁর চুল বড় রাখতে চাইছিলেন। চুল বড় রাখা নিয়ে গত ১৬ জানুয়ারি দুপুরে নাতি নাহিদ ভূঁইয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদ তাঁর বাবা জসিম উদ্দীন ভূঁইয়াকে ডেকে আনে। এ সময় উত্তেজিত অবস্থায় বৃদ্ধ দাদাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করে নাহিদ। একই সময়ে ছেলে জসিম উদ্দীন ভূঁইয়াও পাশেই থাকা কোদাল দিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় ওই বৃদ্ধকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বয়স্ক একজন ব্যক্তিকে তাঁর ছেলে ও নাতির এভাবে পিটিয়ে মারধর করা অমানবিক। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর শুনেছি। ওই খবর পাওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে।
সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. মিনহাজ বলেন, এই ঘটনায় নিহতের নাতি ও ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের মেয়ে নূরজাহান বেগম। মামলা হওয়ার পরপরই নিহতের ছেলে ও আসামি জসিম উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাতি নাহিদ ভূঁইয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে