ক্রীড়া ডেস্ক

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রোহিত বলেছেন, ‘হ্যালো সবাইকে, আমি জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে প্রতিনিধিত্ব করা আমার জন্য বিরাট সম্মানের বিষয়। এই বছরগুলোয় আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’
রোহিতের অবসরের সিদ্ধান্ত এসেছে একাধিক হতাশাজনক সিরিজের পর। লম্বা সময় ধরে লাল বলে ব্যাট হাতে ধুঁকছিলেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তারপর অস্ট্রেলিয়া সফর—৮টি টেস্টে মাত্র একবারই ৫০ রানের গণ্ডি পেরিয়েছিলেন। ব্যাটিং গড় ছিল ১০.৯৩। বাংলাদেশকে দুটি টেস্টেই হারালেও নিউজিল্যান্ডের কাছে রোহিতের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হেরে যায়। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা ভঙ্গ হয় ভারতের।
দ্রুতই ভারতের নতুন পূর্ণকালীন অধিনায়ক ঘোষণার প্রয়োজন হবে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ জুন। বর্তমানে জসপ্রীত বুমরা ভারতের সহ-অধিনায়ক। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১২ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে রোহিত ৬৭ টেস্টে করেছেন ৪৩০১ রান, গড় ৪০.৫৭। ১২টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৮টি ফিফটি।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রোহিত বলেছেন, ‘হ্যালো সবাইকে, আমি জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে প্রতিনিধিত্ব করা আমার জন্য বিরাট সম্মানের বিষয়। এই বছরগুলোয় আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’
রোহিতের অবসরের সিদ্ধান্ত এসেছে একাধিক হতাশাজনক সিরিজের পর। লম্বা সময় ধরে লাল বলে ব্যাট হাতে ধুঁকছিলেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তারপর অস্ট্রেলিয়া সফর—৮টি টেস্টে মাত্র একবারই ৫০ রানের গণ্ডি পেরিয়েছিলেন। ব্যাটিং গড় ছিল ১০.৯৩। বাংলাদেশকে দুটি টেস্টেই হারালেও নিউজিল্যান্ডের কাছে রোহিতের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হেরে যায়। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা ভঙ্গ হয় ভারতের।
দ্রুতই ভারতের নতুন পূর্ণকালীন অধিনায়ক ঘোষণার প্রয়োজন হবে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ জুন। বর্তমানে জসপ্রীত বুমরা ভারতের সহ-অধিনায়ক। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১২ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে রোহিত ৬৭ টেস্টে করেছেন ৪৩০১ রান, গড় ৪০.৫৭। ১২টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৮টি ফিফটি।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে