আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মামুনুর রশিদ ওরফে সাগর নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার করা হয়। এ ঘটনায় তাঁর দুই সহোদরসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় দেন। একই ঘটনায় আরও একজনকে হত্যা চেষ্টার দায়ে আজম নামে এক আসামিকে যাবজ্জীবন ছাড়াও আরও ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় আসামিরা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ মীরপুর গ্রামের নুরুল আলমের ছেলে মো. আজম (২৬), মো. নুরুচ্ছফা ওরফে সাহাব মিয়ার ছেলে মো. ফারুক ওরফে আশিক, আবু তাহেরের ছেলে আলী আজগর ওরফে হৃদয় (২০), মিরাজ উদ্দিনের ছেলে মো. ওমর উদ্দিন, মো. সৈয়দের ছেলে মো. শওকত হোসেন ওরফে শাহনূর (২২), শামসুল ইসলামের ছেলে এসএম আশরাফুল আলম ওরফে সুমন (২৬) এবং শাহনূরের ভাই মো. পারভেজ (২৭)। এদের মধ্যে পারভেজ ও সুমন পলাতক রয়েছেন। বাকিদের উপস্থিতিতে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, স্থানীয় মাদকসেবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহ মীরপুর এলাকার জমাদার বাড়ির সামনে আসামিরা মামুনুরকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. আজিজকেও কুপিয়ে আহত করেন আসামি আজম। স্থানীয়রা দুজনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগী মামুনুরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামুনুরের ভাই মো. ইয়াছিন পরদিন কর্ণফুলী থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তাঁদের মধ্যে মো. ফারুক, আজগর ও ওমর উদ্দিন অন্য আসামিদের জড়িয়ে নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ১১ মার্চ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২১ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন।
রায় উপলক্ষে নিহতের মা হোসনে আরা বেগম আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। রায়ের পর তিনি ছেলের শোকে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আসামিদের ফাঁসির আদেশ না হওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।
এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া তিন আসামির যদি ফাঁসি হতো তবুও শান্তি পেতাম।
এ বিষয়ে নিহতের ভাই ও মামলার বাদী মো. ইয়াছিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ রায়ে পুরোপুরি সন্তুষ্ট নই। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) জন্য হাইকোর্টে যাব। আমার ভাই স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।’

চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মামুনুর রশিদ ওরফে সাগর নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার করা হয়। এ ঘটনায় তাঁর দুই সহোদরসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় দেন। একই ঘটনায় আরও একজনকে হত্যা চেষ্টার দায়ে আজম নামে এক আসামিকে যাবজ্জীবন ছাড়াও আরও ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় আসামিরা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ মীরপুর গ্রামের নুরুল আলমের ছেলে মো. আজম (২৬), মো. নুরুচ্ছফা ওরফে সাহাব মিয়ার ছেলে মো. ফারুক ওরফে আশিক, আবু তাহেরের ছেলে আলী আজগর ওরফে হৃদয় (২০), মিরাজ উদ্দিনের ছেলে মো. ওমর উদ্দিন, মো. সৈয়দের ছেলে মো. শওকত হোসেন ওরফে শাহনূর (২২), শামসুল ইসলামের ছেলে এসএম আশরাফুল আলম ওরফে সুমন (২৬) এবং শাহনূরের ভাই মো. পারভেজ (২৭)। এদের মধ্যে পারভেজ ও সুমন পলাতক রয়েছেন। বাকিদের উপস্থিতিতে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, স্থানীয় মাদকসেবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহ মীরপুর এলাকার জমাদার বাড়ির সামনে আসামিরা মামুনুরকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. আজিজকেও কুপিয়ে আহত করেন আসামি আজম। স্থানীয়রা দুজনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগী মামুনুরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামুনুরের ভাই মো. ইয়াছিন পরদিন কর্ণফুলী থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তাঁদের মধ্যে মো. ফারুক, আজগর ও ওমর উদ্দিন অন্য আসামিদের জড়িয়ে নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ১১ মার্চ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২১ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন।
রায় উপলক্ষে নিহতের মা হোসনে আরা বেগম আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। রায়ের পর তিনি ছেলের শোকে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আসামিদের ফাঁসির আদেশ না হওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।
এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া তিন আসামির যদি ফাঁসি হতো তবুও শান্তি পেতাম।
এ বিষয়ে নিহতের ভাই ও মামলার বাদী মো. ইয়াছিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ রায়ে পুরোপুরি সন্তুষ্ট নই। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) জন্য হাইকোর্টে যাব। আমার ভাই স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে