ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের স্ত্রী ফারজানা রতন সোনিয়ার বিরুদ্ধে তাঁর সাবেক স্বামী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনের করা মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর আদালত-৭।
বাদীর আইনজীবী আরফানুল হক বলেন, ‘আমার মক্কেল আবদুল হান্নান রতনের সাবেক স্ত্রী ফারজানা রতন সোনিয়া তাঁর ঘর ছেড়ে পরকীয়া প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের সঙ্গে যাওয়ার সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণের গয়না নিয়ে পালিয়ে যান। আমার মক্কেল ২০১৬ সালে ১৯ মার্চ গুলশান থানায় ফারজানা রতন সোনিয়া ও তাঁর পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি তদন্ত প্রক্রিয়া শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর আদালত-৭ ম্যাজিস্ট্রেট শাউদুল হক এ মামলার আসামি ফারজানা রতন সোনিয়াকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করে রায় দেন। তবে আসামি ফারজানা রতন সোনিয়ার বর্তমান স্বামী সৈয়দ তৌফিক আহমেদ মারা যাওয়ায় এ মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
মামলার বাদী আবদুল হান্নান রতন বলেন, ‘আসামিরা আমার সাজানো সংসার নষ্ট করেছে। আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি।
এ ব্যাপারে জানতে মামলার আসামি ফারজানা রতন সোনিয়ার ফোন নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনের সাবেক স্ত্রী ফারজানা রতন সোনিয়া। স্বামী, দুই মেয়ে, এক ছেলে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। ২০১৭ সালে ১৭ মার্চ তাঁদের বিয়ে বিচ্ছেদ ঘটে। সোনিয়া তাঁর প্রেমিক তৌফিককে ২০২০ সালে ২৪ মে বিয়ে করেন। ২০২১ সালে ২২ মে অসুস্থতাজনিত কারণে মারা যান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের স্ত্রী ফারজানা রতন সোনিয়ার বিরুদ্ধে তাঁর সাবেক স্বামী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনের করা মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর আদালত-৭।
বাদীর আইনজীবী আরফানুল হক বলেন, ‘আমার মক্কেল আবদুল হান্নান রতনের সাবেক স্ত্রী ফারজানা রতন সোনিয়া তাঁর ঘর ছেড়ে পরকীয়া প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের সঙ্গে যাওয়ার সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণের গয়না নিয়ে পালিয়ে যান। আমার মক্কেল ২০১৬ সালে ১৯ মার্চ গুলশান থানায় ফারজানা রতন সোনিয়া ও তাঁর পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি তদন্ত প্রক্রিয়া শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর আদালত-৭ ম্যাজিস্ট্রেট শাউদুল হক এ মামলার আসামি ফারজানা রতন সোনিয়াকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করে রায় দেন। তবে আসামি ফারজানা রতন সোনিয়ার বর্তমান স্বামী সৈয়দ তৌফিক আহমেদ মারা যাওয়ায় এ মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
মামলার বাদী আবদুল হান্নান রতন বলেন, ‘আসামিরা আমার সাজানো সংসার নষ্ট করেছে। আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি।
এ ব্যাপারে জানতে মামলার আসামি ফারজানা রতন সোনিয়ার ফোন নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনের সাবেক স্ত্রী ফারজানা রতন সোনিয়া। স্বামী, দুই মেয়ে, এক ছেলে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। ২০১৭ সালে ১৭ মার্চ তাঁদের বিয়ে বিচ্ছেদ ঘটে। সোনিয়া তাঁর প্রেমিক তৌফিককে ২০২০ সালে ২৪ মে বিয়ে করেন। ২০২১ সালে ২২ মে অসুস্থতাজনিত কারণে মারা যান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে