লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে সামিয়া আক্তার নামে তিন মাসের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিশুকন্যাকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগে বাবা শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শিশুর মা নূপুর আক্তার।
এর আগে বুধবার বিকেলে উপজেলার চর লরেন্সের ভক্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় নিহত শিশুর বাবা মো. শাকিল মিয়াকে আটক করা হয়। পরে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চর লরেন্স এলাকার মো. আলম মাঝির ছেলে শাকিল মিয়ার সঙ্গে সদর উপজেলার সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নূপুর আক্তারের সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয়। এর মধ্যে তাঁদের ঘরে শিশু সামিয়ার (বয়স ৩ মাস) জন্ম হয়। বিয়ের পর থেকে শাকিল মিয়া ও তাঁর স্ত্রী নূপুর আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ ও কলহ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে গৃহবধূ নুপুর আক্তার তাঁর বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তাঁর স্বামী মো. শাকিল মিয়া তাঁকে বাধা দেন। এতে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে শাকিল তাঁর শিশুকন্যাটিকে স্ত্রীর কোল থেকে কেঁড়ে নিয়ে মাটিতে আছড়ে হত্যা করেন।
এদিকে ঘটনাটিকে ভিন্ন খাতে রূপ দেওয়ার চেষ্টা করেন শাকিল। পরে খবর পেয়ে রাতে পুলিশ ওই এলাকায় গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় অভিযুক্ত শাকিল মিয়াকে আটক করা হয়।
শিশু সামিয়ার দাদি হালিমা বেগম জানান, পুত্রবধূ নূপুর আক্তার তাঁর বাবার বাড়িতে যেতে চাইলে তাঁর ছেলে শাকিল নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর ছেলে শাকিল নুপুর আক্তারের কোল থেকে মেয়ে সামিয়াকে নিতে গেলে মাটিতে পড়ে গিয়ে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে নাতনির মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শাকিল মিয়াকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিশুকন্যা সামিয়া আক্তারকে মাটিতে আছড়ে হত্যা করেন বাবা শাকিল মিয়া। হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন শাকিল। শাকিলকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।’

লক্ষ্মীপুরের কমলনগরে সামিয়া আক্তার নামে তিন মাসের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিশুকন্যাকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগে বাবা শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শিশুর মা নূপুর আক্তার।
এর আগে বুধবার বিকেলে উপজেলার চর লরেন্সের ভক্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় নিহত শিশুর বাবা মো. শাকিল মিয়াকে আটক করা হয়। পরে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চর লরেন্স এলাকার মো. আলম মাঝির ছেলে শাকিল মিয়ার সঙ্গে সদর উপজেলার সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নূপুর আক্তারের সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয়। এর মধ্যে তাঁদের ঘরে শিশু সামিয়ার (বয়স ৩ মাস) জন্ম হয়। বিয়ের পর থেকে শাকিল মিয়া ও তাঁর স্ত্রী নূপুর আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ ও কলহ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে গৃহবধূ নুপুর আক্তার তাঁর বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তাঁর স্বামী মো. শাকিল মিয়া তাঁকে বাধা দেন। এতে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে শাকিল তাঁর শিশুকন্যাটিকে স্ত্রীর কোল থেকে কেঁড়ে নিয়ে মাটিতে আছড়ে হত্যা করেন।
এদিকে ঘটনাটিকে ভিন্ন খাতে রূপ দেওয়ার চেষ্টা করেন শাকিল। পরে খবর পেয়ে রাতে পুলিশ ওই এলাকায় গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় অভিযুক্ত শাকিল মিয়াকে আটক করা হয়।
শিশু সামিয়ার দাদি হালিমা বেগম জানান, পুত্রবধূ নূপুর আক্তার তাঁর বাবার বাড়িতে যেতে চাইলে তাঁর ছেলে শাকিল নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর ছেলে শাকিল নুপুর আক্তারের কোল থেকে মেয়ে সামিয়াকে নিতে গেলে মাটিতে পড়ে গিয়ে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে নাতনির মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শাকিল মিয়াকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিশুকন্যা সামিয়া আক্তারকে মাটিতে আছড়ে হত্যা করেন বাবা শাকিল মিয়া। হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন শাকিল। শাকিলকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে