Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে ১ বছরে গ্রেপ্তার ৪৭৮ 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা শিবিরে ১ বছরে গ্রেপ্তার ৪৭৮ 

কক্সবাজারের উখিয়ার ১১টি রোহিঙ্গা আশ্রয় শিবিরে গেল এক বছরে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৪৭৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার বিকেলে উখিয়ার ৮-এপিবিএন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য উঠে আসে। 

৮-এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সব সময় তৎপর, আমাদের ৫টি পুলিশ ক্যাম্প রয়েছে। এ ছাড়া নির্মাণ করা হচ্ছে আরও দুইটি ক্যাম্প। উখিয়ার পাশাপাশি আমরা কক্সবাজার বিমানবন্দর ও ট্রানজিট ক্যাম্পেও কাজ করে যাচ্ছি।’ 

সভায় জানানো হয়,৮-এপিবিএনের সদস্যরা গত এক বছরে ৪৭৮ জন অপরাধী আটকের পাশাপাশি ৮ লাখ ৬৬ হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৮ টি আগ্নেয়াস্ত্র, ১৩২ টি দেশীয় অস্ত্র, ২৬ রাউন্ড গোলাবারুদ, ১১. ৩০ লিটার অ্যালকোহল, ১ কেজি ১৪ গ্রাম গাঁজা, ২৮৯ গ্রাম ইয়াবা গুঁড়া, ৫৮ লাখ ৬ হাজার ৮০ অবৈধ টাকা, ৫০ হাজার মূল্যের জালটাকা ও মিয়ানমারের ৩ লাখ ১৫ হাজার ১৮৫ কিয়াত বিভিন্ন অভিযানে জব্দ করে। 

প্রসঙ্গত, উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ৯ থেকে ১৬,১৮ ও ১৯ নং ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ এপিবিএন গত বছরের ১৭ জানুয়ারি ঢাকা থেকে স্থানান্তরিত হয়ে কাজ শুরু করে। এই ক্যাম্পগুলো তে বাস করে প্রায় ৪ লাখ রোহিঙ্গা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত