লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরে এক বৃদ্ধ দম্পতি হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, চুরিতে বাধা দেওয়ায় তাঁদের হত্যার কথা আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গতকাল সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, গত বছরের ১৮ অক্টোবর বৃদ্ধ সিদ্দিক উল্লাহ কিছু জায়গা বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরেন। ওই টাকা চুরির উদ্দেশ্যে রাতে বাড়িতে ঢোকেন মামলার আসামিরা। এ সময় চুরিতে সিদ্দিক উল্লাহ ও তাঁর স্ত্রী বাধা দেওয়ায় তাঁদের শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। ঘটনার তিন দিন পর বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
পরদিন নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে তদন্তের পর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্তে ‘চুরি করার উদ্দেশ্যে তাঁদের হত্যা’ করা হয়েছে বলে জানা গেছে। এর বাইরে আর কোনো কারণ নেই।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার চররুহিতার কামরুল হাসান (২২), একই এলাকার বেলাল হোসেন বাহার (২৮) ও রুবেল হোসেন (২৫), শাকচর এলাকার কামরুল হাসান জুয়েল (২১), একই এলাকার মো. কাউছার হোসেন (২২) ও আবুল কাশেম খোকন (৪৮)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তাররা সবাই চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের আদালতে তোলা হবে।

লক্ষ্মীপুর সদরে এক বৃদ্ধ দম্পতি হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, চুরিতে বাধা দেওয়ায় তাঁদের হত্যার কথা আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গতকাল সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, গত বছরের ১৮ অক্টোবর বৃদ্ধ সিদ্দিক উল্লাহ কিছু জায়গা বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরেন। ওই টাকা চুরির উদ্দেশ্যে রাতে বাড়িতে ঢোকেন মামলার আসামিরা। এ সময় চুরিতে সিদ্দিক উল্লাহ ও তাঁর স্ত্রী বাধা দেওয়ায় তাঁদের শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। ঘটনার তিন দিন পর বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
পরদিন নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে তদন্তের পর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্তে ‘চুরি করার উদ্দেশ্যে তাঁদের হত্যা’ করা হয়েছে বলে জানা গেছে। এর বাইরে আর কোনো কারণ নেই।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার চররুহিতার কামরুল হাসান (২২), একই এলাকার বেলাল হোসেন বাহার (২৮) ও রুবেল হোসেন (২৫), শাকচর এলাকার কামরুল হাসান জুয়েল (২১), একই এলাকার মো. কাউছার হোসেন (২২) ও আবুল কাশেম খোকন (৪৮)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তাররা সবাই চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের আদালতে তোলা হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫