
চট্টগ্রাম: মাহমুদা খানম মিতু হত্যায় দায়ের করা নতুন মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তোলা হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটায় তাঁকে বিশেষ পুলিশ পাহারায় আদালতে নিয়ে আসা হয়। এরা আগে বেলা ২টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
এর আগে বাবুল আক্তারের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (ব্যুরো)। প্রতিবেদনে মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা।
প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পিবিআই মহানগর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, মিতু হত্যার মূল পরিকল্পনাকারী বাবুল আক্তার। তাঁকে শ্বশুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। তবে চূড়ান্ত প্রতিবেদনে অব্যাহতিপ্রাপ্ত আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।
মিতু হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে ২০১৬ সালের ২৪ জুন ডিবি কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর। এসময় হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

চট্টগ্রাম: মাহমুদা খানম মিতু হত্যায় দায়ের করা নতুন মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তোলা হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটায় তাঁকে বিশেষ পুলিশ পাহারায় আদালতে নিয়ে আসা হয়। এরা আগে বেলা ২টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
এর আগে বাবুল আক্তারের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (ব্যুরো)। প্রতিবেদনে মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা।
প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পিবিআই মহানগর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, মিতু হত্যার মূল পরিকল্পনাকারী বাবুল আক্তার। তাঁকে শ্বশুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। তবে চূড়ান্ত প্রতিবেদনে অব্যাহতিপ্রাপ্ত আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।
মিতু হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে ২০১৬ সালের ২৪ জুন ডিবি কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর। এসময় হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে