লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জেলে পরিবারের দুই শিশুকে মারধর ও মাটিতে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে। আহত শিশুরা হলো—মো. অন্তর (১০) ও মো. মিরাজ (১২)।
এ ঘটনায় স্থানীয়দের তোপের মুখে আহত শিশুদের সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন অভিযুক্ত কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট এলাকার অদূরে মেঘনা নদীর মোহনায় নির্যাতনের এ ঘটনা ঘটে।
আহত অন্তর ও রিয়াজ সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট ঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান (মানতা) জেলে সম্প্রদায়ের যথাক্রমে আলমাস ও রফিক মাঝির ছেলে।
স্থানীয় ও আহতদের স্বজনেরা জানান, দুপুরে মজুচৌধুরীরহাট ঘাটের অদূরে মেঘনা নদীর পাড়ে নৌকা রেখে মাছ ধরছিল অন্তর ও রিয়াজ। এ সময় কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল দিচ্ছিলেন। দুই শিশুকে নদীর পাড়ে দেখতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা কাছে ডাকে। পরে কোস্টগার্ডের সদস্যদের দেখে অন্তর ও মিরাজ ভয়ে কূলে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন লাঠি দিয়ে ওই দুই শিশুকে মারধর করেন।
একপর্যায়ে অন্তর মাটিতে পড়ে গেলে কোস্টগার্ডের (সিসি) আনোয়ার হোসেন বুকের ওপর পা দিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ আহত দুই শিশুর। পরে স্থানীয়দের তোপের মুখে দুই শিশুকে বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
আহত শিশুদের বাবা আলমাস হোসেন ও রফিক মাঝি বলেন, নির্যাতন করে দুই শিশুকে আহত করেছেন কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন। কী কারণে এমন নির্যাতন করা হয়েছে, সেটাও জানা নেই। এ বিষয়ে তদন্ত করে জড়িত কোস্টগার্ডের কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. কমলাশীষ রায় বলেন, ‘লক্ষ্মীপুর কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্তর নামে শিশুটির বুকের ডাক্তারি পরীক্ষার পর বাকিটা বলা যাবে।’

লক্ষ্মীপুরে জেলে পরিবারের দুই শিশুকে মারধর ও মাটিতে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে। আহত শিশুরা হলো—মো. অন্তর (১০) ও মো. মিরাজ (১২)।
এ ঘটনায় স্থানীয়দের তোপের মুখে আহত শিশুদের সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন অভিযুক্ত কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট এলাকার অদূরে মেঘনা নদীর মোহনায় নির্যাতনের এ ঘটনা ঘটে।
আহত অন্তর ও রিয়াজ সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট ঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান (মানতা) জেলে সম্প্রদায়ের যথাক্রমে আলমাস ও রফিক মাঝির ছেলে।
স্থানীয় ও আহতদের স্বজনেরা জানান, দুপুরে মজুচৌধুরীরহাট ঘাটের অদূরে মেঘনা নদীর পাড়ে নৌকা রেখে মাছ ধরছিল অন্তর ও রিয়াজ। এ সময় কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল দিচ্ছিলেন। দুই শিশুকে নদীর পাড়ে দেখতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা কাছে ডাকে। পরে কোস্টগার্ডের সদস্যদের দেখে অন্তর ও মিরাজ ভয়ে কূলে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন লাঠি দিয়ে ওই দুই শিশুকে মারধর করেন।
একপর্যায়ে অন্তর মাটিতে পড়ে গেলে কোস্টগার্ডের (সিসি) আনোয়ার হোসেন বুকের ওপর পা দিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ আহত দুই শিশুর। পরে স্থানীয়দের তোপের মুখে দুই শিশুকে বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
আহত শিশুদের বাবা আলমাস হোসেন ও রফিক মাঝি বলেন, নির্যাতন করে দুই শিশুকে আহত করেছেন কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন। কী কারণে এমন নির্যাতন করা হয়েছে, সেটাও জানা নেই। এ বিষয়ে তদন্ত করে জড়িত কোস্টগার্ডের কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. কমলাশীষ রায় বলেন, ‘লক্ষ্মীপুর কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্তর নামে শিশুটির বুকের ডাক্তারি পরীক্ষার পর বাকিটা বলা যাবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে