মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মো. মাহবুব আলম (৩৫) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার মতলব উত্তরের কালিপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্ৰামের আমির হোসেন মোল্লার ছেলে। এ বিষয়ে মতলব উত্তর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. মাহবুব আলমকে আসামি করে মামলা দায়ের করা হয়।
জানা যায়, স্কুলপড়ুয়া ওই কিশোরীর সঙ্গে ওই এলাকার স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা মাহবুবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় সাত মাস ধরে তাঁকে ধর্ষণ করে আসছেন মাহবুব। এতে করে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরীর শরীরের পরিবর্তন দেখা দিলে এ বিষয়ে পরিবার জানতে চায়। এ সময় ওই কিশোরী মসজিদের ইমাম মাওলানা মাহবুবের নাম বলে।
ভুক্তভোগী কিশোরী বলে, ‘বিভিন্ন সময়ে মাহবুব আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। আমি বাধা দিতাম, সে বাধা মানত না। একদিন সে আমাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসব কথা কোথাও জানালে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার কথা বলে। তাই আমি ভয়ে কোথাও জানাতে সাহস পাইনি। সর্বশেষ আমাকে বিয়ের লোভ দেখিয়ে আমার সঙ্গে মিলিত হয়।’
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, গতকাল মঙ্গলবার রাতে কালিপুর বাজার থেকে ইমাম মাহবুবকে আটক করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মো. মাহবুব আলম (৩৫) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার মতলব উত্তরের কালিপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্ৰামের আমির হোসেন মোল্লার ছেলে। এ বিষয়ে মতলব উত্তর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. মাহবুব আলমকে আসামি করে মামলা দায়ের করা হয়।
জানা যায়, স্কুলপড়ুয়া ওই কিশোরীর সঙ্গে ওই এলাকার স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা মাহবুবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় সাত মাস ধরে তাঁকে ধর্ষণ করে আসছেন মাহবুব। এতে করে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরীর শরীরের পরিবর্তন দেখা দিলে এ বিষয়ে পরিবার জানতে চায়। এ সময় ওই কিশোরী মসজিদের ইমাম মাওলানা মাহবুবের নাম বলে।
ভুক্তভোগী কিশোরী বলে, ‘বিভিন্ন সময়ে মাহবুব আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। আমি বাধা দিতাম, সে বাধা মানত না। একদিন সে আমাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসব কথা কোথাও জানালে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার কথা বলে। তাই আমি ভয়ে কোথাও জানাতে সাহস পাইনি। সর্বশেষ আমাকে বিয়ের লোভ দেখিয়ে আমার সঙ্গে মিলিত হয়।’
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, গতকাল মঙ্গলবার রাতে কালিপুর বাজার থেকে ইমাম মাহবুবকে আটক করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে