আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের চকরিয়ার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন। এ সময় আরও এক আসামিকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি মোহাম্মদ শাফায়াতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস করেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন-আবু বক্কর সিদ্দিক, ইউনুস হোসাইন ওরফে মানিক ও ইব্রাহিম মুস্তাফা ওরফে কাইয়ুম। তাঁরা তিন ভাই কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের মগনামা এলাকার নুর আহমদের ছেলে। নিহত ব্যবসায়ী ও আসামিরা সম্পর্কে চাচা ভাতিজা
কারাদণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামি হলেন, মো. সোহাইব।
আদালত সূত্রে জানা যায়, চকরিয়ার বদরখালী ফেরিঘাট এলাকা থেকে ২০১৬ সালের ৩০ জুন রাত পৌনে ১২টার দিকে স্থানীয় কাপড়ের ব্যবসায়ী নুরুল হুদাকে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যান আসামিরা। ঘটনার তিন ঘণ্টা পর বদরখালীর টুটিয়াখালী পাড়ার মাটিরকিল্লা এলাকায় নুরুল হুদার জবাই করা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২ জুলাই নিহতের ছেলে মো. শাহজাহান চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের নভেম্বরে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, জায়গা-জমি, চিংড়ি ঘের নিয়ে বিরোধসহ রাজনৈতিক বিরোধের কারণে আসামিরা পরিকল্পিতভাবে নুরুল হুদাকে অপহরণের পর জবাই করে হত্যা করেন। পরে চাঞ্চল্যকর মামলা হিসেবে কক্সবাজার জেলা ও দায়রা আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল ১৮ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।
নিহতের ছেলে ও মামলার বাদী মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তিন ভাইকে ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৬৪ ধারায় অপহরণের দায়ে তাঁদের ৩ জনসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মো. আইয়ুব খান আরও বলেন, আসামি আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে রায় দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। বাকিরা পলাতক রয়েছেন।

কক্সবাজারের চকরিয়ার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন। এ সময় আরও এক আসামিকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি মোহাম্মদ শাফায়াতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস করেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন-আবু বক্কর সিদ্দিক, ইউনুস হোসাইন ওরফে মানিক ও ইব্রাহিম মুস্তাফা ওরফে কাইয়ুম। তাঁরা তিন ভাই কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের মগনামা এলাকার নুর আহমদের ছেলে। নিহত ব্যবসায়ী ও আসামিরা সম্পর্কে চাচা ভাতিজা
কারাদণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামি হলেন, মো. সোহাইব।
আদালত সূত্রে জানা যায়, চকরিয়ার বদরখালী ফেরিঘাট এলাকা থেকে ২০১৬ সালের ৩০ জুন রাত পৌনে ১২টার দিকে স্থানীয় কাপড়ের ব্যবসায়ী নুরুল হুদাকে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যান আসামিরা। ঘটনার তিন ঘণ্টা পর বদরখালীর টুটিয়াখালী পাড়ার মাটিরকিল্লা এলাকায় নুরুল হুদার জবাই করা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২ জুলাই নিহতের ছেলে মো. শাহজাহান চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের নভেম্বরে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, জায়গা-জমি, চিংড়ি ঘের নিয়ে বিরোধসহ রাজনৈতিক বিরোধের কারণে আসামিরা পরিকল্পিতভাবে নুরুল হুদাকে অপহরণের পর জবাই করে হত্যা করেন। পরে চাঞ্চল্যকর মামলা হিসেবে কক্সবাজার জেলা ও দায়রা আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল ১৮ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।
নিহতের ছেলে ও মামলার বাদী মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তিন ভাইকে ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৬৪ ধারায় অপহরণের দায়ে তাঁদের ৩ জনসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মো. আইয়ুব খান আরও বলেন, আসামি আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে রায় দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। বাকিরা পলাতক রয়েছেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে