প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী সফুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার মধ্যরাতে ওই পল্লি চিকিৎসকের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা পুত্রবধূ শিউলিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে। এদিকে জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে শামিম নামের একজনকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ। পুলিশ বলছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত চিকিৎসক বিল্লালের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা পল্লি চিকিৎসক ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় তাঁদেরকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা না গেলেও জড়িত থাকার সন্দেহে তাঁদের পুত্রবধূ শিউলিকে আটক করেছে পুলিশ। শিউলিকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে খুনিদের নাম এমন অভিযোগ করেন তাঁরা।
নিহত বিল্লাল হোসেনের মেয়ে বিলকিস আক্তার জানান, আমার ধারণা আমার ভাইয়ের স্ত্রী শিউলি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গত রমজানে বাবা মায়ের সঙ্গে শিউলির পারিবারিক কলহের ঘটনা ঘটে। সে সময় তাঁর সঙ্গে কিছু বিষয়ে চুক্তি একটি স্টাম্পে লেখা হয়। সেসব স্টাম্পের জন্য কিংবা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ খুনের ঘটনায় কারা জড়িত তা বের করবে পুলিশ। আমি হত্যাকারীদের দ্রুত শাস্তি চাই।
নিহত চিকিৎসকের ভাই সুলতান আহমেদ জানান, রাত আনুমানিক ১২টায় আমার ভাতিজার বউ শিউলি আমাদের ঘরের সামনে এসে ডাকাডাকি শুরু করে। সে জানায় তাঁদের ঘরে ডাকাত ঢুকেছে। আমরা দৌড়ে গিয়ে দেখি বিল্লাল ভাইকে সোফার সঙ্গে হাত পেছনে দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাঁর গায়ের ওপর হাত-পা বাঁধা অবস্থায় ভাবিও পরে আছে। ঘটনার খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাঁদের। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এ হত্যা কাণ্ডের ঘটনায় নিহত বিল্লালের আটককৃত পুত্রবধূ শিউলি আক্তারের কথা মতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সন্দেহে শামীম নামে একজনকে জিজ্ঞাসাবাদেও জন্য আনা হয়েছে।
কুমিল্লা সদর সার্কেল এএসপি মো. সোহান সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী সফুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার মধ্যরাতে ওই পল্লি চিকিৎসকের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা পুত্রবধূ শিউলিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে। এদিকে জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে শামিম নামের একজনকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ। পুলিশ বলছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত চিকিৎসক বিল্লালের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা পল্লি চিকিৎসক ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় তাঁদেরকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা না গেলেও জড়িত থাকার সন্দেহে তাঁদের পুত্রবধূ শিউলিকে আটক করেছে পুলিশ। শিউলিকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে খুনিদের নাম এমন অভিযোগ করেন তাঁরা।
নিহত বিল্লাল হোসেনের মেয়ে বিলকিস আক্তার জানান, আমার ধারণা আমার ভাইয়ের স্ত্রী শিউলি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গত রমজানে বাবা মায়ের সঙ্গে শিউলির পারিবারিক কলহের ঘটনা ঘটে। সে সময় তাঁর সঙ্গে কিছু বিষয়ে চুক্তি একটি স্টাম্পে লেখা হয়। সেসব স্টাম্পের জন্য কিংবা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ খুনের ঘটনায় কারা জড়িত তা বের করবে পুলিশ। আমি হত্যাকারীদের দ্রুত শাস্তি চাই।
নিহত চিকিৎসকের ভাই সুলতান আহমেদ জানান, রাত আনুমানিক ১২টায় আমার ভাতিজার বউ শিউলি আমাদের ঘরের সামনে এসে ডাকাডাকি শুরু করে। সে জানায় তাঁদের ঘরে ডাকাত ঢুকেছে। আমরা দৌড়ে গিয়ে দেখি বিল্লাল ভাইকে সোফার সঙ্গে হাত পেছনে দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাঁর গায়ের ওপর হাত-পা বাঁধা অবস্থায় ভাবিও পরে আছে। ঘটনার খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাঁদের। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এ হত্যা কাণ্ডের ঘটনায় নিহত বিল্লালের আটককৃত পুত্রবধূ শিউলি আক্তারের কথা মতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সন্দেহে শামীম নামে একজনকে জিজ্ঞাসাবাদেও জন্য আনা হয়েছে।
কুমিল্লা সদর সার্কেল এএসপি মো. সোহান সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে