মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আনু মিয়ার (৫৫) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধ আনু মিয়া বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী এক কন্যাশিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। তখন শিশুটির মা-বাবা বিষয়টি ইউপি সদস্য মো. মহরম আলীকে জানান। ইউপি সদস্য বিষয়টি কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসক থেকে ব্যথার ওষুধ নিয়ে বাড়ি ফিরে যেতে পরামর্শ দেন।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকেরা শিশুটির গোপনাঙ্গে ক্ষতচিহ্নের আলামত পেয়ে তাকে জেলা হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, শিশুর গোপনাঙ্গে ক্ষতচিহ্নের আলামত থাকায় তাঁকে জেলা সদরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এরপর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ড করে। মামলার পর পুলিশি নিরাপত্তায় রাতে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া মামলা রেকর্ড শেষে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আনু মিয়াকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আনু মিয়ার (৫৫) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধ আনু মিয়া বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী এক কন্যাশিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। তখন শিশুটির মা-বাবা বিষয়টি ইউপি সদস্য মো. মহরম আলীকে জানান। ইউপি সদস্য বিষয়টি কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসক থেকে ব্যথার ওষুধ নিয়ে বাড়ি ফিরে যেতে পরামর্শ দেন।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকেরা শিশুটির গোপনাঙ্গে ক্ষতচিহ্নের আলামত পেয়ে তাকে জেলা হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, শিশুর গোপনাঙ্গে ক্ষতচিহ্নের আলামত থাকায় তাঁকে জেলা সদরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এরপর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ড করে। মামলার পর পুলিশি নিরাপত্তায় রাতে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া মামলা রেকর্ড শেষে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আনু মিয়াকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে