কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘরের চালের পানি পড়াকে কেন্দ্র করে আবু বকর (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ উঠেছে নিহতের চাচাতো ভাই মো. সবুজ মিয়া বিরুদ্ধে। আজ সোমবার সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনা পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্বজন আশরাফুল মিয়া জানায়, নিহত আবু বকর এবং অভিযুক্ত সবুজ মিয়া সম্পর্কে চাচাতো ভাই। তাদের একটি বাড়িতে পাশাপাশি দুটি টিনের ঘরে দুই পরিবারের বসবাস। পাশাপাশি হওয়ায় বৃষ্টি হলে একজনের ঘরের চালের পানি অপরজনের ঘরে পড়ে। গত কিছুদিন আগে বৃষ্টি হলে আবু বকরের ঘরের চালের পানি সবুজ মিয়ার ঘরে পড়লে এই নিয়ে সবুজ মিয়ার পরিবার উত্তেজিত হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই কথা-কাটাকাটির ক্ষোভ পুষে রাখেন সবুজ মিয়া।
আজ সোমবার সকালে আবু বকর মিয়া দুধ আনতে বাজারে রওনা দেন। এর আগেই ওত পেতে থাকে সবুজ মিয়া। আবু বকর বাজারের যাওয়ার পথে বাড়ি থেকে আনুমানিক দুই’শত গজ দূরত্বে পৌঁছালে পেছন থেকে এলোপাতাড়ি কোপাতে থাকেন সবুজ মিয়া। আবু বকর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে সবুজ মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা ও বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘরের চালের পানি পড়াকে কেন্দ্র করে আবু বকর (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ উঠেছে নিহতের চাচাতো ভাই মো. সবুজ মিয়া বিরুদ্ধে। আজ সোমবার সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনা পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্বজন আশরাফুল মিয়া জানায়, নিহত আবু বকর এবং অভিযুক্ত সবুজ মিয়া সম্পর্কে চাচাতো ভাই। তাদের একটি বাড়িতে পাশাপাশি দুটি টিনের ঘরে দুই পরিবারের বসবাস। পাশাপাশি হওয়ায় বৃষ্টি হলে একজনের ঘরের চালের পানি অপরজনের ঘরে পড়ে। গত কিছুদিন আগে বৃষ্টি হলে আবু বকরের ঘরের চালের পানি সবুজ মিয়ার ঘরে পড়লে এই নিয়ে সবুজ মিয়ার পরিবার উত্তেজিত হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই কথা-কাটাকাটির ক্ষোভ পুষে রাখেন সবুজ মিয়া।
আজ সোমবার সকালে আবু বকর মিয়া দুধ আনতে বাজারে রওনা দেন। এর আগেই ওত পেতে থাকে সবুজ মিয়া। আবু বকর বাজারের যাওয়ার পথে বাড়ি থেকে আনুমানিক দুই’শত গজ দূরত্বে পৌঁছালে পেছন থেকে এলোপাতাড়ি কোপাতে থাকেন সবুজ মিয়া। আবু বকর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে সবুজ মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা ও বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে