Ajker Patrika

মেরিনড্রাইভ থেকে আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেরিনড্রাইভ থেকে আইস উদ্ধার

কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকনাফে মেরিনড্রাইভে অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল আইস (মেথ) উদ্ধার করেছে র‍্যাব।

আজ শুক্রবার সন্ধ্যায় র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য জানিয়েছেন।

এএসপি শেখ সাদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে কক্সবাজারের মেরিনড্রাইভ এলাকায় মাদকের একটি বড় চালান হাত বদল হবে। পরে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে তিন কেজি মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। 

গ্রেপ্তার আব্দুল লতিফ র‍্যাবকে জানিয়েছে, আব্দুল লতিফ বেশ কিছুদিন ধরে বিভিন্ন কায়দায় আইস মাদক টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

এর আগে গত সপ্তাহে গুলশান থানার বারিধারা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৬০ গ্রাম আইস ও ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত