
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হামলায় আহত আযম খান বাদী হয়ে জড়িত দুজনের নাম উল্লেখসহ চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার বাসিন্দা আযম খান ও তাঁর ছেলের ওপর তাজুল ইসলাম কাজল এবং খাইরুল ইসলাম বাদশার নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদের হাতে থাকা রড দিয়ে তিনজনকে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে তাঁদের আর্তচিৎকারে আযমের বড় ভাই এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ঘটনার কিছুক্ষণ পর আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মামলার বাদী আহত আযম খান বলেন, ‘চলতি বছরের শুরুতে বাড়ির সীমানাপ্রাচীরের কাজ করার সময় সন্ত্রাসীরা তা ইজারা নিতে চেয়েছিল। কিন্তু তাদের কাছে কাজ করার মতো কোনো সরঞ্জাম না থাকায় আমরা কাজ দিতে অপারগতা প্রকাশ করি। এরপর তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার বড় ভাইয়ের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেনৎ। তা না দিলে আমাদের পরিবারের ওপর হামলা করার হুমকি দেয়। এরই জেরে গত বৃহস্পতিবার আমি আমার দুই ছেলেকে নিয়ে শহর থেকে বাড়িতে এলে সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁদের হামলায় আমার বড় ছেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফাহিমের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমার ছোট ছেলে তকিরের হাতের কবজি ভেঙে যায়। ঘটনার পর স্থানীয়রা আমাদের ৪ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামলার ঘটনায় আহত আযম খান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
৯ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২৩ দিন আগে