আমতলী (বরগুনা) প্রতিনিধি

গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ চক্রের হাত থেকে মানুষকে রক্ষায় গণবিজ্ঞপ্তি দিয়েছে বরগুনা জেলা প্রশাসক।
আজ শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়ম বন্ধ হবে।
জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারকদের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুতই উপজেলার সর্বত্র মাইকিং করবেন।’
এর আগে ১৫ বছর ধরে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে কিছু রাজনৈতিক নেতা চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু ভুক্তভোগীরা এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছিলেন না। নীরবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে তাঁরা হয়রানির শিকার হয়ে আসছেন।
৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয়লাভ করেন। এরপর তিনি নিয়োগে ঘুষ-বাণিজ্য বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। এমপির এমন বক্তব্যে ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদের সাহস জোগায়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গণবিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক।
এদিকে গণবিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।

গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ চক্রের হাত থেকে মানুষকে রক্ষায় গণবিজ্ঞপ্তি দিয়েছে বরগুনা জেলা প্রশাসক।
আজ শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়ম বন্ধ হবে।
জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারকদের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুতই উপজেলার সর্বত্র মাইকিং করবেন।’
এর আগে ১৫ বছর ধরে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে কিছু রাজনৈতিক নেতা চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু ভুক্তভোগীরা এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছিলেন না। নীরবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে তাঁরা হয়রানির শিকার হয়ে আসছেন।
৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয়লাভ করেন। এরপর তিনি নিয়োগে ঘুষ-বাণিজ্য বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। এমপির এমন বক্তব্যে ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদের সাহস জোগায়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গণবিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক।
এদিকে গণবিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে