বরগুনা প্রতিনিধি

বরগুনায় ৮ বছর পর কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ওই মামলায় আরও দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার গিলাতলী গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে ফরহাদ বিশ্বাস, আবদুস সালামের ছেলে আবদুল জব্বার ও ইকবালের স্ত্রী পল্লিচিকিৎসক জেসমিন। অপর আসামি মালেককে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ মার্চ সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এরপর গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। আসামি জব্বার ওই কিশোরীকে চিকিৎসা দেওয়ার জন্য বরগুনার পল্লিচিকিৎসক জেসমিনের কাছে নিয়ে যান। জেসমিন গর্ভপাত করার জন্য একটি ইনজেকশন পুশ করেন। এতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ২০১৪ সালের ১৩ অক্টোবর ওই কিশোরীর বাবা বরগুনা থানায় অভিযোগ করেন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আশ্রাফুল আলম বলেন, রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ রায় প্রমাণ করে অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হয়।
এদিকে ওই কিশোরীর বাবা বলেন, ‘আসামি ফরহাদ বিশ্বাস আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে।’
আসামিপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মিয়া বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

বরগুনায় ৮ বছর পর কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ওই মামলায় আরও দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার গিলাতলী গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে ফরহাদ বিশ্বাস, আবদুস সালামের ছেলে আবদুল জব্বার ও ইকবালের স্ত্রী পল্লিচিকিৎসক জেসমিন। অপর আসামি মালেককে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ মার্চ সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এরপর গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। আসামি জব্বার ওই কিশোরীকে চিকিৎসা দেওয়ার জন্য বরগুনার পল্লিচিকিৎসক জেসমিনের কাছে নিয়ে যান। জেসমিন গর্ভপাত করার জন্য একটি ইনজেকশন পুশ করেন। এতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ২০১৪ সালের ১৩ অক্টোবর ওই কিশোরীর বাবা বরগুনা থানায় অভিযোগ করেন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আশ্রাফুল আলম বলেন, রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ রায় প্রমাণ করে অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হয়।
এদিকে ওই কিশোরীর বাবা বলেন, ‘আসামি ফরহাদ বিশ্বাস আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে।’
আসামিপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মিয়া বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে