কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিব বয়াতি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। হাসিব ওই এলাকার ইউনুস বয়াতির ছেলে।
হাসিবের মা নিরু বেগম বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হাসিবের। গতকাল সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিবকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে সন্ত্রাসীরা।
নিরু বেগম আরও বলেন, খবর পেয়ে তার বাবা ইউনুস বয়াতি গিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা ইউনুস বয়াতি বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেন বলেন, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সকালে ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মল্লিক বলেন, হাসিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার বলেন, কয়েক দিন আগে স্থানীয় সাবেক মেম্বার মহারাজের ওপর হামলা করার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই হত্যাকাণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের ইন্ধন আছে বলে তিনি মনে করেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘এই ইউনিয়নের বিভিন্ন সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের তালিকা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হলেও তাতে কোনো ফল হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। সামনেই ইউপি নির্বাচন ঘিরে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।’
তবে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এই অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে ইউপি সদস্য মামুন হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আসামি করা হয়েছে। অথচ আমি এর কিছুই জানি না। ওই মামলায় বর্তমানে জামিনে আছি। একইভাবে বর্তমানে হত্যার ঘটনায় আবারও আমাকে হয়রানি করার জন্য চেষ্টা চলছে।’
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘সামনেই ইউপি নির্বাচনে আমি যাতে অংশগ্রহণ করতে না পারি, সে জন্যই ষড়যন্ত্র করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান।’ নিহত হাসিব চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক বলেও দাবি করেন। হাসিব স্থানীয় কিশোর গ্যাং নেতা ছিলেন বলে জানান সাবেক চেয়ারম্যান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, হাসিবের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। পরিকল্পিতভাবে হাসিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় হত্যা মামলা করা হয়েছে।

পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিব বয়াতি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। হাসিব ওই এলাকার ইউনুস বয়াতির ছেলে।
হাসিবের মা নিরু বেগম বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হাসিবের। গতকাল সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিবকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে সন্ত্রাসীরা।
নিরু বেগম আরও বলেন, খবর পেয়ে তার বাবা ইউনুস বয়াতি গিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা ইউনুস বয়াতি বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেন বলেন, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সকালে ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মল্লিক বলেন, হাসিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার বলেন, কয়েক দিন আগে স্থানীয় সাবেক মেম্বার মহারাজের ওপর হামলা করার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই হত্যাকাণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের ইন্ধন আছে বলে তিনি মনে করেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘এই ইউনিয়নের বিভিন্ন সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের তালিকা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হলেও তাতে কোনো ফল হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। সামনেই ইউপি নির্বাচন ঘিরে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।’
তবে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এই অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে ইউপি সদস্য মামুন হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আসামি করা হয়েছে। অথচ আমি এর কিছুই জানি না। ওই মামলায় বর্তমানে জামিনে আছি। একইভাবে বর্তমানে হত্যার ঘটনায় আবারও আমাকে হয়রানি করার জন্য চেষ্টা চলছে।’
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘সামনেই ইউপি নির্বাচনে আমি যাতে অংশগ্রহণ করতে না পারি, সে জন্যই ষড়যন্ত্র করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান।’ নিহত হাসিব চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক বলেও দাবি করেন। হাসিব স্থানীয় কিশোর গ্যাং নেতা ছিলেন বলে জানান সাবেক চেয়ারম্যান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, হাসিবের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। পরিকল্পিতভাবে হাসিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় হত্যা মামলা করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে