ভোলা প্রতিনিধি

প্রতারণার আশ্রয় নিয়ে গত ১০ বছরে ৭টি বিয়ে করেছেন মো. সোহেল মাতব্বর (৩৫) নামে এক যুবক। গত মঙ্গলবার দুপুরে পঞ্চম স্ত্রীর করা অভিযোগে ভোলার উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার।
গ্রেপ্তারকৃত সোহেল মাতব্বর মাদারীপুরের শ্রীনার্থ গ্রামের ছবির মাতব্বরের ছেলে।
জানা গেছে, গত ১০ বছর ধরে প্রতারণা করে ৭টি বিয়ে করেছেন সোহেল মাতব্বর। স্ত্রীদের মধ্যে দুজনকে তালাক দিয়েছেন। বর্তমানে তাঁর ৫ স্ত্রী রয়েছেন। চতুর্থ স্ত্রীর টাকায় বিদেশও ঘুরে আসেন তিনি। কিন্তু বাধা হয়ে দাঁড়ান পঞ্চম স্ত্রী। তিনি স্বামীর প্রতারণার কথা পুলিশকে জানিয়ে দিয়ে মামলা দায়ের করায় সোহেল মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে তাঁর চতুর্থ স্ত্রীর বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে ভোলা সদর মডেল থানা-পুলিশ।
ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার বলেন, ‘দীর্ঘদিন অভিনব প্রতারণার আশ্রয় নিয়ে গত ১০ বছরে ৭ বিয়ে করেন সোহেল মাতব্বর। স্ত্রীদের মধ্যে দুজনকে তালাক দিয়েছেন। বর্তমানে ৫ স্ত্রী রয়েছে তাঁর। সবাই সোহেল মাতব্বরের প্রতারণার শিকার হয়েছেন। গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাঁর সব স্ত্রীদের ডেকে আনা হয়। তাঁরা প্রত্যেকেই স্বামীর কাছে প্রতারিত হওয়ার কথা স্বীকার করেছেন।’
বিয়ের বিষয়ে পুলিশ সুপার জানান, প্রত্যেকটা বিয়ে করার সময় সোহেল মাতব্বর নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিতেন। ২০১০ সালে তাঁর গ্রামের বাড়ি শ্রীনার্থে প্রথম বিয়ে করেন। সেই সংসারে তাঁর ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর সে ঢাকার উত্তরায় ফুটপাতে গেঞ্জি বিক্রি করতে শুরু করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আরও ২টি বিয়ে করেন। ২০২০ সালের দিকে রাঙামাটি ঘুরতে গিয়ে বাসে এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে তাঁকেও বিয়ে করেন। সেই স্ত্রীর টাকায় এক বছর আগে লিবিয়ায় ঘুরে আসেন সোহেল।
প্রত্যেক তরুণীর কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। চতুর্থ স্ত্রীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় গিয়েছিলেন সোহেল। এরপর চলতি বছরের মে মাসে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামে প্রেমের সম্পর্কে ১৬ বছরের এক তরুণীকে বিয়ে করেন। পরে ঢাকার উত্তরায় সোহেল যে রুমে ভাড়া থাকত সেই রুমের এক যুবকের মাধ্যমে ভোলার এক তরুণীর ঠিকানা পান। দু’মাস প্রেমের সম্পর্কের পর চলতি বছরের মে মাসে ওই তরুণীকেও বিয়ে করেন।
সোহেলের প্রতারণার বিষয়টি কেউই বুঝতে পারতেন না। অভিনব কায়দায় প্রতারণা করতেন তিনি। এরই মধ্যে দ্বিতীয় স্ত্রী ঢাকার উত্তরা আদালতে স্বামীর বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। পরে তাঁর পঞ্চম স্ত্রী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সোহেল ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে চতুর্থ বিয়ে করে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এরপর তিনি ভোলা সদর মডেল থানা-পুলিশকে সোহেলের প্রতারণার বিষয়টি জানিয়ে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে চতুর্থ স্ত্রীর বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেন বলেন, ‘পঞ্চম স্ত্রীর দায়ের করা মামলায় সোহেলকে মঙ্গলবার নারী নির্যাতন আইনে ও প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পরিদর্শক আরও বলেন, ‘সোহেলকে গ্রেপ্তারের খবরে তৃতীয় স্ত্রী তানিয়া বেগম ও চতুর্থ স্ত্রী রাশেদা আক্তার ভোলায় এসেছেন। ওই তিন স্ত্রী ছাড়াও সোহেলের গ্রামের বাড়িতে আরও দুজন স্ত্রী রয়েছেন। এই পাঁচজন ছাড়াও সোহেল আরও দু’জনকে দিয়ে করেছে। এসব বিয়ের বিষয়ে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি। তবে তাঁদের মধ্যে দুই স্ত্রীর সঙ্গে তাঁর তালাক হয়ে গেছে বলে দাবি করেছেন।’

প্রতারণার আশ্রয় নিয়ে গত ১০ বছরে ৭টি বিয়ে করেছেন মো. সোহেল মাতব্বর (৩৫) নামে এক যুবক। গত মঙ্গলবার দুপুরে পঞ্চম স্ত্রীর করা অভিযোগে ভোলার উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার।
গ্রেপ্তারকৃত সোহেল মাতব্বর মাদারীপুরের শ্রীনার্থ গ্রামের ছবির মাতব্বরের ছেলে।
জানা গেছে, গত ১০ বছর ধরে প্রতারণা করে ৭টি বিয়ে করেছেন সোহেল মাতব্বর। স্ত্রীদের মধ্যে দুজনকে তালাক দিয়েছেন। বর্তমানে তাঁর ৫ স্ত্রী রয়েছেন। চতুর্থ স্ত্রীর টাকায় বিদেশও ঘুরে আসেন তিনি। কিন্তু বাধা হয়ে দাঁড়ান পঞ্চম স্ত্রী। তিনি স্বামীর প্রতারণার কথা পুলিশকে জানিয়ে দিয়ে মামলা দায়ের করায় সোহেল মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে তাঁর চতুর্থ স্ত্রীর বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে ভোলা সদর মডেল থানা-পুলিশ।
ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার বলেন, ‘দীর্ঘদিন অভিনব প্রতারণার আশ্রয় নিয়ে গত ১০ বছরে ৭ বিয়ে করেন সোহেল মাতব্বর। স্ত্রীদের মধ্যে দুজনকে তালাক দিয়েছেন। বর্তমানে ৫ স্ত্রী রয়েছে তাঁর। সবাই সোহেল মাতব্বরের প্রতারণার শিকার হয়েছেন। গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাঁর সব স্ত্রীদের ডেকে আনা হয়। তাঁরা প্রত্যেকেই স্বামীর কাছে প্রতারিত হওয়ার কথা স্বীকার করেছেন।’
বিয়ের বিষয়ে পুলিশ সুপার জানান, প্রত্যেকটা বিয়ে করার সময় সোহেল মাতব্বর নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিতেন। ২০১০ সালে তাঁর গ্রামের বাড়ি শ্রীনার্থে প্রথম বিয়ে করেন। সেই সংসারে তাঁর ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর সে ঢাকার উত্তরায় ফুটপাতে গেঞ্জি বিক্রি করতে শুরু করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আরও ২টি বিয়ে করেন। ২০২০ সালের দিকে রাঙামাটি ঘুরতে গিয়ে বাসে এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে তাঁকেও বিয়ে করেন। সেই স্ত্রীর টাকায় এক বছর আগে লিবিয়ায় ঘুরে আসেন সোহেল।
প্রত্যেক তরুণীর কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। চতুর্থ স্ত্রীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় গিয়েছিলেন সোহেল। এরপর চলতি বছরের মে মাসে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামে প্রেমের সম্পর্কে ১৬ বছরের এক তরুণীকে বিয়ে করেন। পরে ঢাকার উত্তরায় সোহেল যে রুমে ভাড়া থাকত সেই রুমের এক যুবকের মাধ্যমে ভোলার এক তরুণীর ঠিকানা পান। দু’মাস প্রেমের সম্পর্কের পর চলতি বছরের মে মাসে ওই তরুণীকেও বিয়ে করেন।
সোহেলের প্রতারণার বিষয়টি কেউই বুঝতে পারতেন না। অভিনব কায়দায় প্রতারণা করতেন তিনি। এরই মধ্যে দ্বিতীয় স্ত্রী ঢাকার উত্তরা আদালতে স্বামীর বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। পরে তাঁর পঞ্চম স্ত্রী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সোহেল ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে চতুর্থ বিয়ে করে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এরপর তিনি ভোলা সদর মডেল থানা-পুলিশকে সোহেলের প্রতারণার বিষয়টি জানিয়ে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে চতুর্থ স্ত্রীর বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেন বলেন, ‘পঞ্চম স্ত্রীর দায়ের করা মামলায় সোহেলকে মঙ্গলবার নারী নির্যাতন আইনে ও প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পরিদর্শক আরও বলেন, ‘সোহেলকে গ্রেপ্তারের খবরে তৃতীয় স্ত্রী তানিয়া বেগম ও চতুর্থ স্ত্রী রাশেদা আক্তার ভোলায় এসেছেন। ওই তিন স্ত্রী ছাড়াও সোহেলের গ্রামের বাড়িতে আরও দুজন স্ত্রী রয়েছেন। এই পাঁচজন ছাড়াও সোহেল আরও দু’জনকে দিয়ে করেছে। এসব বিয়ের বিষয়ে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি। তবে তাঁদের মধ্যে দুই স্ত্রীর সঙ্গে তাঁর তালাক হয়ে গেছে বলে দাবি করেছেন।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে