বরগুনা প্রতিনিধি

নিখোঁজের তিন দিন পর নদী থেকে ওয়ার্ড যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন নদী থেকে তাঁর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মো. খোকন খান বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের মো. জয়নাল খানের ছেলে। তিনি সদর উপজেলার বদরখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
খোকনের ছোট ভাই মো. স্বপন মিয়া জানান, গত মঙ্গলবার রাত থেকে তাঁর ভাইয়ের ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল। বুধবার সকালে তাঁর মোটরসাইকেলটি স্থানীয় ফুলঝুড়ী বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের খবর দেন।
আজ দুপুরে বদরখালী ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন নদীতে একটি জালে সন্দেহজনক একটি বস্তা আটকে থাকতে দেখলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে মরদেহ উদ্ধার করে।
খোকন নিখোঁজের পর বড়ভাই আবদুল খালেক বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। খালেক বলেন, বুধবার দুপুরের দিকে তাঁর ফোনে কল করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ২০ হাজার টাকা মুক্তিপণ চায়। অনুনয়-বিনয় করার পর ১৫ হাজার টাকায় খোকনকে ছেড়ে দিতে রাজি হয়। এরপর থানায় জিডি করেন তিনি।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলা কাটা ও বুকের বাম পাশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

নিখোঁজের তিন দিন পর নদী থেকে ওয়ার্ড যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন নদী থেকে তাঁর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মো. খোকন খান বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের মো. জয়নাল খানের ছেলে। তিনি সদর উপজেলার বদরখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
খোকনের ছোট ভাই মো. স্বপন মিয়া জানান, গত মঙ্গলবার রাত থেকে তাঁর ভাইয়ের ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল। বুধবার সকালে তাঁর মোটরসাইকেলটি স্থানীয় ফুলঝুড়ী বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের খবর দেন।
আজ দুপুরে বদরখালী ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন নদীতে একটি জালে সন্দেহজনক একটি বস্তা আটকে থাকতে দেখলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে মরদেহ উদ্ধার করে।
খোকন নিখোঁজের পর বড়ভাই আবদুল খালেক বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। খালেক বলেন, বুধবার দুপুরের দিকে তাঁর ফোনে কল করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ২০ হাজার টাকা মুক্তিপণ চায়। অনুনয়-বিনয় করার পর ১৫ হাজার টাকায় খোকনকে ছেড়ে দিতে রাজি হয়। এরপর থানায় জিডি করেন তিনি।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলা কাটা ও বুকের বাম পাশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫