গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরে কৃষি উন্নয়ন ব্যাংকের ভল্ট থেকে ১৪ লাখ টাকা লুট করে ডাকাতির নাটক সাজিয়েছেন নৈশপ্রহরী জুয়েল (৩৭) ও তাঁর সহযোগীরা। স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি ও ব্যাংকের নিজ শোয়ার ঘর থেকে সাড়ে ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এ বিষয় নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, ব্যাংক শাখা কর্তৃপক্ষ প্রায়ই নৈশপ্রহরী জুয়েলের মাধ্যমে ভল্ট খোলা-বন্ধের কাজ করাতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ব্যাংক থেকে ব্যবস্থাপকসহ স্টাফরা সবাই বাড়ি চলে যান। দুই দিন বন্ধের পর গতকাল রোববার সকালে শাখা ব্যবস্থাপক জেসমিন আক্তারসহ অন্য স্টাফ ব্যাংকে গিয়ে নৈশপ্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান এবং ভল্ট থেকে টাকা লুটের বিষয়টি জানতে পারেন। এ সময় জুয়েলের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ তদন্ত শুরু করে। নিরাপত্তাকর্মী জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেক সময় একেক কথা বলেন। এতে পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়।
একপর্যায়ে পুলিশের কাছে জুয়েল স্বীকার করেন, সহযোগীদের নিয়ে ব্যাংকের ভল্টের তালা খুলে টাকা চুরি করেছেন। পরে সহযোগীদের সহায়তায় নিজের হাত-পা বেঁধে ডাকাতির নাটক সাজান। পরে তাঁর স্বীকারোক্তির অনুযায়ী চুরি করা ১৪ লাখ ১৮ হাজার ৬০০ টাকার মধ্যে জুয়েলের বাড়ি ও ব্যাংকে তাঁর শোয়ার ঘর থেকে ১২ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার জুয়েল উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, থানার ওসি ইজার উদ্দিন, পুলিশ পরিদর্শক বুলবুল প্রমুখ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরে কৃষি উন্নয়ন ব্যাংকের ভল্ট থেকে ১৪ লাখ টাকা লুট করে ডাকাতির নাটক সাজিয়েছেন নৈশপ্রহরী জুয়েল (৩৭) ও তাঁর সহযোগীরা। স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি ও ব্যাংকের নিজ শোয়ার ঘর থেকে সাড়ে ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এ বিষয় নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, ব্যাংক শাখা কর্তৃপক্ষ প্রায়ই নৈশপ্রহরী জুয়েলের মাধ্যমে ভল্ট খোলা-বন্ধের কাজ করাতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ব্যাংক থেকে ব্যবস্থাপকসহ স্টাফরা সবাই বাড়ি চলে যান। দুই দিন বন্ধের পর গতকাল রোববার সকালে শাখা ব্যবস্থাপক জেসমিন আক্তারসহ অন্য স্টাফ ব্যাংকে গিয়ে নৈশপ্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান এবং ভল্ট থেকে টাকা লুটের বিষয়টি জানতে পারেন। এ সময় জুয়েলের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ তদন্ত শুরু করে। নিরাপত্তাকর্মী জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেক সময় একেক কথা বলেন। এতে পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়।
একপর্যায়ে পুলিশের কাছে জুয়েল স্বীকার করেন, সহযোগীদের নিয়ে ব্যাংকের ভল্টের তালা খুলে টাকা চুরি করেছেন। পরে সহযোগীদের সহায়তায় নিজের হাত-পা বেঁধে ডাকাতির নাটক সাজান। পরে তাঁর স্বীকারোক্তির অনুযায়ী চুরি করা ১৪ লাখ ১৮ হাজার ৬০০ টাকার মধ্যে জুয়েলের বাড়ি ও ব্যাংকে তাঁর শোয়ার ঘর থেকে ১২ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার জুয়েল উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, থানার ওসি ইজার উদ্দিন, পুলিশ পরিদর্শক বুলবুল প্রমুখ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে