মিজানুর রহমান, তানোর

রাজশাহীর তানোর উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে কলেজশিক্ষার্থীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা খোয়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোন ব্যাংকিং সম্পর্কে সীমিত জ্ঞান ও সরলতার সুযোগে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিতে ফাঁদ পাতছে প্রতারকেরা।
গত দুই সপ্তাহে উপজেলার ২৫-৩০ জন শিক্ষার্থী এই চক্রের ফাঁদে পড়ে তাদের উপবৃত্তির টাকা খুইয়েছে বলে বিকাশ এজেন্টের কয়েকটি দোকান ঘুরে জানা গেছে। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থী ও বিকাশ এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা এসেছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, বিকাশ অ্যাকাউন্টে টাকা আসার পর মোবাইলে অপরিচিত নম্বর থেকে প্রতারক চক্রের কল আসে। বলা হয়, ‘হ্যালো, আমি বিকাশ থেকে বলছি। আমাদের এখানে সিকিউরিটি প্রবলেম হচ্ছে। আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেব। তার আগে দেখেন আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা ঢুকেছে কি না। যদি টাকা ঢুকে থাকে, তবে ওই টাকা আপনি তুলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের অফিস থেকে সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ না করে নেবেন।’ এভাবে কথার মারপ্যাঁচে কৌশলে পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয় বিকাশ অ্যাকাউন্টের সব টাকা।
গতকাল মঙ্গলবার তানোরের কলমা থেকে তালন্দ পর্যন্ত বিকাশের ছয়টি দোকানের এজেন্টের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি নয়জন গ্রাহক তাঁদের কাছে বিকাশের টাকা খোয়ানোর অভিযোগ নিয়ে এসেছেন।
উপজেলার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিম জানায়, বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি কৌশলে তার কাছ থেকে পিন নম্বর নিয়ে উপবৃত্তির সব টাকা হাতিয়ে নিয়েছেন।
তানোর পৌর এলাকার বাসিন্দা কলেজশিক্ষার্থী আলামিন হোসেন বলে, ‘আমার বিকাশে আগেই কিছু টাকা ছিল। গত সোমবার উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা আসে। কিন্তু প্রতারকেরা আমার সব টাকা কেড়ে নিল।’
তানোর সদরের বিকাশ কাস্টমার কেয়ারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের করণীয় কী আছে? গ্রাহকদের টাকা উত্তোলন বা অন্যান্য ক্ষেত্রে পিন নম্বর সংরক্ষণে নিজেদের সতর্ক থাকা দরকার।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয়, সে ব্যাপারে তানোরের সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে মেসেজ দিচ্ছি। শিক্ষকেরা দ্রুত বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আসেনি। এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর তানোর উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে কলেজশিক্ষার্থীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা খোয়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোন ব্যাংকিং সম্পর্কে সীমিত জ্ঞান ও সরলতার সুযোগে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিতে ফাঁদ পাতছে প্রতারকেরা।
গত দুই সপ্তাহে উপজেলার ২৫-৩০ জন শিক্ষার্থী এই চক্রের ফাঁদে পড়ে তাদের উপবৃত্তির টাকা খুইয়েছে বলে বিকাশ এজেন্টের কয়েকটি দোকান ঘুরে জানা গেছে। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থী ও বিকাশ এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা এসেছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, বিকাশ অ্যাকাউন্টে টাকা আসার পর মোবাইলে অপরিচিত নম্বর থেকে প্রতারক চক্রের কল আসে। বলা হয়, ‘হ্যালো, আমি বিকাশ থেকে বলছি। আমাদের এখানে সিকিউরিটি প্রবলেম হচ্ছে। আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেব। তার আগে দেখেন আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা ঢুকেছে কি না। যদি টাকা ঢুকে থাকে, তবে ওই টাকা আপনি তুলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের অফিস থেকে সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ না করে নেবেন।’ এভাবে কথার মারপ্যাঁচে কৌশলে পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয় বিকাশ অ্যাকাউন্টের সব টাকা।
গতকাল মঙ্গলবার তানোরের কলমা থেকে তালন্দ পর্যন্ত বিকাশের ছয়টি দোকানের এজেন্টের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি নয়জন গ্রাহক তাঁদের কাছে বিকাশের টাকা খোয়ানোর অভিযোগ নিয়ে এসেছেন।
উপজেলার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিম জানায়, বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি কৌশলে তার কাছ থেকে পিন নম্বর নিয়ে উপবৃত্তির সব টাকা হাতিয়ে নিয়েছেন।
তানোর পৌর এলাকার বাসিন্দা কলেজশিক্ষার্থী আলামিন হোসেন বলে, ‘আমার বিকাশে আগেই কিছু টাকা ছিল। গত সোমবার উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা আসে। কিন্তু প্রতারকেরা আমার সব টাকা কেড়ে নিল।’
তানোর সদরের বিকাশ কাস্টমার কেয়ারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের করণীয় কী আছে? গ্রাহকদের টাকা উত্তোলন বা অন্যান্য ক্ষেত্রে পিন নম্বর সংরক্ষণে নিজেদের সতর্ক থাকা দরকার।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয়, সে ব্যাপারে তানোরের সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে মেসেজ দিচ্ছি। শিক্ষকেরা দ্রুত বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আসেনি। এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৪ দিন আগে