Ajker Patrika

রাস্তা বন্ধ করায় ৪ পরিবার বিপাকে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
রাস্তা বন্ধ করায় ৪ পরিবার বিপাকে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফজলু মিয়া ও তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন মো. রামিন মিয়া নামের এক ভুক্তভোগী। দুই সপ্তাহ আগে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চিলাকাড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছে চারটি পরিবার।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার চিলাকাড়া পশ্চিমপাড়া গ্রামের হারিছ মিয়ার বাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন ফজলু মিয়া ও তাঁর লোকেরা। ওই রাস্তায় দীর্ঘদিন ধরে চলাফেরা করছিলেন রামিন মিয়ার পরিবারসহ চারটি পরিবার। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ১৫ দিন ধরে প্রায় গৃহবন্দী হয়ে পড়েছে ওই চার পরিবার। এ নিয়ে সালিস হলেও ফজলু মিয়া ও তাঁর লোকেরা তা মানেননি। তাই প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগকারী রামিন মিয়া ও তাঁর বড় ভাই শরীফ মিয়া বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁরা আমাদের চলাচলের রাস্তাটি খড়ের স্তূপ দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত