শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন বেড়িবাঁধের ওপর অবৈধভাবে দোকানঘর তোলা ও বাঁধের জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা বিষয়টি দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধের পরিবেশ।
পাউবোর ৩৫/১ পোল্ডারের শরণখোলা ও মোরেলগঞ্জে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। পাঁচ বছর ধরে চলা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ গত ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। যদিও স্লুইসগেটসহ আরও কিছু কাজ করা এখনো বাকি রয়েছে। সম্প্রতি কিছু মানুষ বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধের ওপরে অবৈধভাবে দোকান ও বসতঘর নির্মাণ করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর রায়েন্দা বাজার, রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন এলাকা, জিলবুনিয়া, রাজেশ্বর, রায়েন্দা-তাফালবাড়ী, চালরায়েন্দা, উত্তর সাউথখালী, দক্ষিণ সাউথখালী, গাবতলা, বগী, শরণখোলা, সোনাতলা, পানিরঘাট, রসুলপুর, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, ধানসাগর, বান্ধারহাট, পল্লীমঙ্গলসহ বিভিন্ন জায়গায় মানুষ বেড়িবাঁধের ওপর দোকানঘর নির্মাণ করছেন। কেউ কেউ বসতঘর বানাচ্ছেন। অনেকে ঘর করে ভাড়া দিচ্ছেন।
বাঁধের ওপরে এভাবে ঘর বানানোর কারণে এলাকাবাসী ক্ষুব্ধ। বাঁধের ওপর ঘর করায় নতুন তৈরি বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে, রায়েন্দা বাজারের উত্তর পাশে বাঁধের জমি বেড়া দিয়ে দখলে নেওয়া হচ্ছে। ফলে বাঁধের পাশে সামাজিক বন বিভাগের লাগানো গাছের চারা নষ্ট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাউবোর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত লোকজন অর্থের বিনিময়ে ঘর তোলার কাজে জড়িত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, বাঁধের ওপর ঘর নির্মাণের খবর পেয়ে রায়েন্দা ফেরিঘাট এলাকায় গিয়ে ঘরগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাউবোর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, বর্তমানে শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধ দেখার দায়িত্ব সিইআইপি প্রকল্পের। লোকবল সংকটের কারণে তাঁর দপ্তরের পক্ষ থেকে বেড়িবাঁধে তদারকি করা সম্ভব হচ্ছে না।
উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের (সিইআইপি) খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, শরণখোলায় বেড়িবাঁধে ঘর নির্মাণের খবর তাঁর জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন বেড়িবাঁধের ওপর অবৈধভাবে দোকানঘর তোলা ও বাঁধের জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা বিষয়টি দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধের পরিবেশ।
পাউবোর ৩৫/১ পোল্ডারের শরণখোলা ও মোরেলগঞ্জে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। পাঁচ বছর ধরে চলা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ গত ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। যদিও স্লুইসগেটসহ আরও কিছু কাজ করা এখনো বাকি রয়েছে। সম্প্রতি কিছু মানুষ বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধের ওপরে অবৈধভাবে দোকান ও বসতঘর নির্মাণ করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর রায়েন্দা বাজার, রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন এলাকা, জিলবুনিয়া, রাজেশ্বর, রায়েন্দা-তাফালবাড়ী, চালরায়েন্দা, উত্তর সাউথখালী, দক্ষিণ সাউথখালী, গাবতলা, বগী, শরণখোলা, সোনাতলা, পানিরঘাট, রসুলপুর, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, ধানসাগর, বান্ধারহাট, পল্লীমঙ্গলসহ বিভিন্ন জায়গায় মানুষ বেড়িবাঁধের ওপর দোকানঘর নির্মাণ করছেন। কেউ কেউ বসতঘর বানাচ্ছেন। অনেকে ঘর করে ভাড়া দিচ্ছেন।
বাঁধের ওপরে এভাবে ঘর বানানোর কারণে এলাকাবাসী ক্ষুব্ধ। বাঁধের ওপর ঘর করায় নতুন তৈরি বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে, রায়েন্দা বাজারের উত্তর পাশে বাঁধের জমি বেড়া দিয়ে দখলে নেওয়া হচ্ছে। ফলে বাঁধের পাশে সামাজিক বন বিভাগের লাগানো গাছের চারা নষ্ট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাউবোর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত লোকজন অর্থের বিনিময়ে ঘর তোলার কাজে জড়িত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, বাঁধের ওপর ঘর নির্মাণের খবর পেয়ে রায়েন্দা ফেরিঘাট এলাকায় গিয়ে ঘরগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাউবোর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, বর্তমানে শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধ দেখার দায়িত্ব সিইআইপি প্রকল্পের। লোকবল সংকটের কারণে তাঁর দপ্তরের পক্ষ থেকে বেড়িবাঁধে তদারকি করা সম্ভব হচ্ছে না।
উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের (সিইআইপি) খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, শরণখোলায় বেড়িবাঁধে ঘর নির্মাণের খবর তাঁর জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে