
রাশিয়ায় চীনের রপ্তানি ব্যাপক কমেছে। গত অক্টোবরে রাশিয়ায় চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২৪ শতাংশ। সেখানে গত নভেম্বরে রপ্তানি আগের বছরের এই সময়ের তুলনায় অন্তত সাড়ে ১০ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও রাশিয়ার মধ্যে যে বাণিজ্যিক লেনদেন হয় তার বেশির ভাগের মূল্য পরিশোধ করা হয় চীনা মুদ্রা ইউয়ানে। ফলে, এই বাণিজ্য হ্রাসের বিষয়টি চীনের জন্য একটি নেতিবাচক বিষয়। চীনা শুল্ক বিভাগের তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই মাসের পর এই প্রথম রাশিয়ায় চীনের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
চীনা শুল্ক বিভাগের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনের রাশিয়াগামী রপ্তানি নভেম্বরে দুই অঙ্কের সংখ্যা হারে হ্রাস পেয়েছে। এর আগে, গত অক্টোবরে রাশিয়ার চীনের রপ্তানি প্রবৃদ্ধি ২৪ শতাংশ হলেও পরের মাস তথা নভেম্বরেই হ্রাসের মুখ দেখা যায়। যা চলতি বছরের জুনের পর প্রথম হ্রাস।
রাশিয়ায় চীনা পণ্যের রপ্তানি গত মাসে এক বছর আগের তুলনায় সাড়ে ১০ শতাংশ কমেছে। বিপরীতে, রাশিয়া থেকে চীনের আমদানিও কমেছে। গত মাসে ইউয়ান-মূল্যে রাশিয়া থেকে চীনের আমদানি ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। অক্টোবরে রাশিয়া থেকে চীনের আমদানি কমেছিল ৪ দশমিক ৩ শতাংশ। নভেম্বর মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ২০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা অক্টোবর থেকে ৫ শতাংশ কম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৪ ডিসেম্বর বলেন, রাশিয়া-চীন বাণিজ্যের প্রধান চ্যালেঞ্জ হলো পারস্পরিক অর্থ পরিশোধের নিষ্পত্তি এবং উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক এই সমস্যার সমাধানে কাজ করছে।
গত মাসে চীনে তালিকাভুক্ত একটি ফিলিপস, শার্প এবং সনি টেলিভিশন প্রস্তুতকারক কোম্পানি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নিকটে তাদের কারখানায় বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে খুচরা যন্ত্রাংশের জন্য অর্থ প্রদানের সমস্যার কারণে কাজ বন্ধ করে দেয়।

রাশিয়ায় চীনের রপ্তানি ব্যাপক কমেছে। গত অক্টোবরে রাশিয়ায় চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২৪ শতাংশ। সেখানে গত নভেম্বরে রপ্তানি আগের বছরের এই সময়ের তুলনায় অন্তত সাড়ে ১০ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও রাশিয়ার মধ্যে যে বাণিজ্যিক লেনদেন হয় তার বেশির ভাগের মূল্য পরিশোধ করা হয় চীনা মুদ্রা ইউয়ানে। ফলে, এই বাণিজ্য হ্রাসের বিষয়টি চীনের জন্য একটি নেতিবাচক বিষয়। চীনা শুল্ক বিভাগের তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই মাসের পর এই প্রথম রাশিয়ায় চীনের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
চীনা শুল্ক বিভাগের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনের রাশিয়াগামী রপ্তানি নভেম্বরে দুই অঙ্কের সংখ্যা হারে হ্রাস পেয়েছে। এর আগে, গত অক্টোবরে রাশিয়ার চীনের রপ্তানি প্রবৃদ্ধি ২৪ শতাংশ হলেও পরের মাস তথা নভেম্বরেই হ্রাসের মুখ দেখা যায়। যা চলতি বছরের জুনের পর প্রথম হ্রাস।
রাশিয়ায় চীনা পণ্যের রপ্তানি গত মাসে এক বছর আগের তুলনায় সাড়ে ১০ শতাংশ কমেছে। বিপরীতে, রাশিয়া থেকে চীনের আমদানিও কমেছে। গত মাসে ইউয়ান-মূল্যে রাশিয়া থেকে চীনের আমদানি ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। অক্টোবরে রাশিয়া থেকে চীনের আমদানি কমেছিল ৪ দশমিক ৩ শতাংশ। নভেম্বর মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ২০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা অক্টোবর থেকে ৫ শতাংশ কম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৪ ডিসেম্বর বলেন, রাশিয়া-চীন বাণিজ্যের প্রধান চ্যালেঞ্জ হলো পারস্পরিক অর্থ পরিশোধের নিষ্পত্তি এবং উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক এই সমস্যার সমাধানে কাজ করছে।
গত মাসে চীনে তালিকাভুক্ত একটি ফিলিপস, শার্প এবং সনি টেলিভিশন প্রস্তুতকারক কোম্পানি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নিকটে তাদের কারখানায় বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে খুচরা যন্ত্রাংশের জন্য অর্থ প্রদানের সমস্যার কারণে কাজ বন্ধ করে দেয়।

২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
২ ঘণ্টা আগে
নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
১২ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
১২ ঘণ্টা আগে