নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সম্প্রতি সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে কে এ এম মাজেদুর রহমান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের নিয়োগের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে বিএসইসির দাবি, প্রক্রিয়া মেনে আইনসম্মতভাবেই নিয়োগ কার্যকর করা হয়েছে।
ডিএসই রেগুলেশন, ২০১৩–এর ৫ ধারার ‘এফ’ উপধারায় বলা আছে, স্টক এক্সচেঞ্জের কোনো স্টেকহোল্ডার বা শেয়ারহোল্ডারের সঙ্গে সম্পৃক্ত আছেন বা ছিলেন, এমন কেউ ডিএসইর স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।
‘জি’ উপধারায় বলা হয়েছে, পুঁজিবাজার মধ্যস্থতাকারী কোনো প্রতিষ্ঠানে (মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসহ) সর্বশেষ তিন বছরের মধ্যে কর্মী বা পরিচালক হিসেবে জড়িত থাকা কেউ স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।
এ ছাড়া ‘জে’ উপধারায় বলা হয়েছে, কোনো নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কোনো কর্মী ডিএসইর স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। ডিএসইর স্বতন্ত্র পরিচালকের যোগ্যতার এই তিন শর্ত ২০১৩ সালে প্রবর্তিত ডিএসইর মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ৪.২ এর (ই)–এর ৬,৭ এবং ১০-এও বলা হয়েছে।
মাজেদুর রহমান সর্বশেষ তিন বছরের মধ্যে পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ডিএসইর স্টেকহোল্ডার এ কে খান সিকিউরিটিজ এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এ কে খান সিকিউরিটিজের পরিচালক হিসেবে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বর্তমানে এ কে খান কোম্পানি লিমিটেডের সিইও, যেটি এ কে খান সিকিউরিটিজের মাতৃপ্রতিষ্ঠান।
অন্যদিকে বিএসইসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অন্তর্গত প্রতিষ্ঠান। এফআইডি একটি সরকারি নিয়ন্ত্রক সংস্থা। এফআইডির অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নাহিদ হোসেন।
বিএসইসিকে একটি স্বাধীন প্রতিষ্ঠান বলা হলেও এফআইডি বিএসইসির যেকোনো বিষয়েই হস্তক্ষেপ করতে পারে এবং অতীতে করার উদাহরণও রয়েছে। ফলে ওই দুজনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন।
অবশ্য বিএসইসি বলছে, মাজেদুর রহমান এ কে খান সিকিউরিটিজের একজন মনোনীত পরিচালক ছিলেন, যা তাঁকে প্রবিধানে বর্ণিত বিধিনিষেধ থেকে অব্যাহতি দেয়। আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে না। ফলে নাহিদ হোসেনের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি।
এসব বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী বলেন, কমিশন দেখেশুনে ডিএসইর সব স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। এই নিয়োগে কোনো আইনের ব্যত্যয় ও স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) হয়েছে বলে মনে করে না কমিশন।
তবে এ বিষয়ে আইনি ব্যাখ্যার দাবি তুলেছেন পুঁজিবাজারের অংশীজনেরা। এ সম্পর্কে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, যেহেতু এটা নিয়ে একটা আইনি ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেহেতু যারা আইনজ্ঞ, তাঁরা এটার ব্যাখ্যা দেবেন। তবে বাজারে বৃহত্তর স্বার্থে এবং আস্থা ফিরিয়ে আনার জন্য যেকোনো বিতর্কের বাইরে থাকাই উচিত।
এর আগে ডিএসইর পর্ষদ থেকে সব স্বতন্ত্র পরিচালক পদত্যাগের পর পরিচালক নিয়োগের জন্য ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকেরা কিছু নাম প্রস্তাব করে বিএসইসিতে পাঠায়। তবে গত রোববার (১ সেপ্টেম্বর) বিএসইসি যে সাতজনকে পরিচালক নিয়োগ দেয়, তার মধ্যে প্রস্তাবিত কারও নাম নেই।
ডিএসইর স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেছে ডিবিএ। আজ বুধবার বিএসইসি চেয়ারম্যানের কাছে লেখা এক চিঠিতে ডিবিএ বলেছে, ডিএসই এবং বিএসইসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি স্বতন্ত্র পরিচালক বিএসইসি কর্তৃক এককভাবে চাপিয়ে দেওয়া নজিরবিহীন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুঃখজনক হলেও এই প্রথম ডিএসইর পর্ষদে নারী সদস্যের প্রতিনিধিত্ব রাখা হয়নি। অথচ কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশ নারী প্রতিনিধিত্ব বজায় রাখার একটি নীতিগত সিদ্ধান্ত আন্তর্জাতিক করপোরেট ক্ষেত্রে সর্বগ্রহণযোগ্য মতবাদ এবং চর্চা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বিএসইসির নিয়োগ অন্তর্বর্তী সরকারের নবগঠিত উপদেষ্টা পরিষদে নারী–পুরুষের আনুপাতিক হার বণ্টন ও গঠনের পরিপন্থী উল্লেখ করে ডিবিএ বলেছে, ডিএসইর পর্ষদে কোনো পেশাদার হিসাববিদ (অ্যাকাউন্ট্যান্ট) না থাকার বিষয়টি একটি কার্যকরী পর্ষদের নীতিমালারও পরিপন্থী।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সম্প্রতি সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে কে এ এম মাজেদুর রহমান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের নিয়োগের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে বিএসইসির দাবি, প্রক্রিয়া মেনে আইনসম্মতভাবেই নিয়োগ কার্যকর করা হয়েছে।
ডিএসই রেগুলেশন, ২০১৩–এর ৫ ধারার ‘এফ’ উপধারায় বলা আছে, স্টক এক্সচেঞ্জের কোনো স্টেকহোল্ডার বা শেয়ারহোল্ডারের সঙ্গে সম্পৃক্ত আছেন বা ছিলেন, এমন কেউ ডিএসইর স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।
‘জি’ উপধারায় বলা হয়েছে, পুঁজিবাজার মধ্যস্থতাকারী কোনো প্রতিষ্ঠানে (মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসহ) সর্বশেষ তিন বছরের মধ্যে কর্মী বা পরিচালক হিসেবে জড়িত থাকা কেউ স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।
এ ছাড়া ‘জে’ উপধারায় বলা হয়েছে, কোনো নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কোনো কর্মী ডিএসইর স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। ডিএসইর স্বতন্ত্র পরিচালকের যোগ্যতার এই তিন শর্ত ২০১৩ সালে প্রবর্তিত ডিএসইর মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ৪.২ এর (ই)–এর ৬,৭ এবং ১০-এও বলা হয়েছে।
মাজেদুর রহমান সর্বশেষ তিন বছরের মধ্যে পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ডিএসইর স্টেকহোল্ডার এ কে খান সিকিউরিটিজ এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এ কে খান সিকিউরিটিজের পরিচালক হিসেবে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বর্তমানে এ কে খান কোম্পানি লিমিটেডের সিইও, যেটি এ কে খান সিকিউরিটিজের মাতৃপ্রতিষ্ঠান।
অন্যদিকে বিএসইসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অন্তর্গত প্রতিষ্ঠান। এফআইডি একটি সরকারি নিয়ন্ত্রক সংস্থা। এফআইডির অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নাহিদ হোসেন।
বিএসইসিকে একটি স্বাধীন প্রতিষ্ঠান বলা হলেও এফআইডি বিএসইসির যেকোনো বিষয়েই হস্তক্ষেপ করতে পারে এবং অতীতে করার উদাহরণও রয়েছে। ফলে ওই দুজনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন।
অবশ্য বিএসইসি বলছে, মাজেদুর রহমান এ কে খান সিকিউরিটিজের একজন মনোনীত পরিচালক ছিলেন, যা তাঁকে প্রবিধানে বর্ণিত বিধিনিষেধ থেকে অব্যাহতি দেয়। আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে না। ফলে নাহিদ হোসেনের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি।
এসব বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী বলেন, কমিশন দেখেশুনে ডিএসইর সব স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। এই নিয়োগে কোনো আইনের ব্যত্যয় ও স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) হয়েছে বলে মনে করে না কমিশন।
তবে এ বিষয়ে আইনি ব্যাখ্যার দাবি তুলেছেন পুঁজিবাজারের অংশীজনেরা। এ সম্পর্কে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, যেহেতু এটা নিয়ে একটা আইনি ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেহেতু যারা আইনজ্ঞ, তাঁরা এটার ব্যাখ্যা দেবেন। তবে বাজারে বৃহত্তর স্বার্থে এবং আস্থা ফিরিয়ে আনার জন্য যেকোনো বিতর্কের বাইরে থাকাই উচিত।
এর আগে ডিএসইর পর্ষদ থেকে সব স্বতন্ত্র পরিচালক পদত্যাগের পর পরিচালক নিয়োগের জন্য ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকেরা কিছু নাম প্রস্তাব করে বিএসইসিতে পাঠায়। তবে গত রোববার (১ সেপ্টেম্বর) বিএসইসি যে সাতজনকে পরিচালক নিয়োগ দেয়, তার মধ্যে প্রস্তাবিত কারও নাম নেই।
ডিএসইর স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেছে ডিবিএ। আজ বুধবার বিএসইসি চেয়ারম্যানের কাছে লেখা এক চিঠিতে ডিবিএ বলেছে, ডিএসই এবং বিএসইসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি স্বতন্ত্র পরিচালক বিএসইসি কর্তৃক এককভাবে চাপিয়ে দেওয়া নজিরবিহীন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুঃখজনক হলেও এই প্রথম ডিএসইর পর্ষদে নারী সদস্যের প্রতিনিধিত্ব রাখা হয়নি। অথচ কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশ নারী প্রতিনিধিত্ব বজায় রাখার একটি নীতিগত সিদ্ধান্ত আন্তর্জাতিক করপোরেট ক্ষেত্রে সর্বগ্রহণযোগ্য মতবাদ এবং চর্চা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বিএসইসির নিয়োগ অন্তর্বর্তী সরকারের নবগঠিত উপদেষ্টা পরিষদে নারী–পুরুষের আনুপাতিক হার বণ্টন ও গঠনের পরিপন্থী উল্লেখ করে ডিবিএ বলেছে, ডিএসইর পর্ষদে কোনো পেশাদার হিসাববিদ (অ্যাকাউন্ট্যান্ট) না থাকার বিষয়টি একটি কার্যকরী পর্ষদের নীতিমালারও পরিপন্থী।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৩ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৩ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১৩ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১৩ ঘণ্টা আগে