আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের নগদ ও প্রচ্ছন্ন দায় ব্যবস্থাপনা শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
১৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ পরিশোধ করতে ব্যর্থ হলে তা নিয়ম অনুযায়ী সেটি পরিশোধ করবে সরকার। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের পাওনা মুনাফা থেকে এই ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ সমন্বয় করা যাবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ঋণের টাকায় আইসিবির সক্ষমতা বৃদ্ধির জন্য বড় সুদে নেওয়া ঋণ সমন্বয় করা হবে। একইসঙ্গে ভালো শেয়ারে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে সহায়তা প্রদান করা হবে। এতে করে পুঁজিবাজারে যেমন তারল্য বাড়বে, তেমনি মুনাফা অর্জনের মাধ্যমে আইসিবিরও শক্তিশালী আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা বাড়বে।
এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঋণ পরিশোধের জন্য দেড় বছর সময় পাব। এই টাকা দিয়ে আইসিবির বড় সুদের ঋণ সমন্বয় করা হবে। আমরা অবশ্যই পুঁজিবাজারে সহায়তা (সাপোর্ট) দেব। এ জন্য আমরা মৌলভিত্তিসম্পন্ন শেয়ার কিনব।’
এর আগে ৬ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে ‘সভরেন গ্যারান্টি’ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে সুপারিশ করে চিঠি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের নগদ ও প্রচ্ছন্ন দায় ব্যবস্থাপনা শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
১৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ পরিশোধ করতে ব্যর্থ হলে তা নিয়ম অনুযায়ী সেটি পরিশোধ করবে সরকার। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের পাওনা মুনাফা থেকে এই ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ সমন্বয় করা যাবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ঋণের টাকায় আইসিবির সক্ষমতা বৃদ্ধির জন্য বড় সুদে নেওয়া ঋণ সমন্বয় করা হবে। একইসঙ্গে ভালো শেয়ারে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে সহায়তা প্রদান করা হবে। এতে করে পুঁজিবাজারে যেমন তারল্য বাড়বে, তেমনি মুনাফা অর্জনের মাধ্যমে আইসিবিরও শক্তিশালী আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা বাড়বে।
এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঋণ পরিশোধের জন্য দেড় বছর সময় পাব। এই টাকা দিয়ে আইসিবির বড় সুদের ঋণ সমন্বয় করা হবে। আমরা অবশ্যই পুঁজিবাজারে সহায়তা (সাপোর্ট) দেব। এ জন্য আমরা মৌলভিত্তিসম্পন্ন শেয়ার কিনব।’
এর আগে ৬ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে ‘সভরেন গ্যারান্টি’ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে সুপারিশ করে চিঠি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৫ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৬ ঘণ্টা আগে