নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজারে অবশেষে মূল্যসূচক বেড়েছে। টানা তিন কার্যদিবস মূল্যসূচকের পতনের পর আজ বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে মূল্যসূচক বাড়লেও কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমেছে ২৭৩ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, তিন দিন টানা পতনের পর বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে তিন কার্যদিবসের সূচকটি কমেছিল ১৪৬ পয়েন্ট।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে শেয়ার লেনদেন লেনদেন কমেছে ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত ছিল ৬০ টির দাম। বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসিস, সোনালি পেপার, অ্যাকটিভ ফাইন, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, লিন্ডে বিডি ও আইএফআইসি ব্যাংক।
এ ছাড়া আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে বুধবার লেনদেনকৃত ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১২৪ টির, বেড়েছে ১০৬ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টির শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯ কোটি টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।

দেশের পুঁজিবাজারে অবশেষে মূল্যসূচক বেড়েছে। টানা তিন কার্যদিবস মূল্যসূচকের পতনের পর আজ বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে মূল্যসূচক বাড়লেও কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমেছে ২৭৩ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, তিন দিন টানা পতনের পর বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে তিন কার্যদিবসের সূচকটি কমেছিল ১৪৬ পয়েন্ট।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে শেয়ার লেনদেন লেনদেন কমেছে ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত ছিল ৬০ টির দাম। বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসিস, সোনালি পেপার, অ্যাকটিভ ফাইন, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, লিন্ডে বিডি ও আইএফআইসি ব্যাংক।
এ ছাড়া আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে বুধবার লেনদেনকৃত ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১২৪ টির, বেড়েছে ১০৬ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টির শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯ কোটি টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১১ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
১৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
১৬ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১ দিন আগে