Ajker Patrika

ঈদ ক্যাম্পেইনে ক্লেমন ‘লেমন নিনজা’

ঈদ ক্যাম্পেইনে ক্লেমন ‘লেমন নিনজা’

ঈদ মানেই খুশি,  ঈদ মানেই আনন্দ। ঈদের এই খুশিকে দ্বিগুণ করতে ক্লেমন নিয়ে এলো দারুণ একটি ডিজিটাল কনটেস্ট ‘লেমন নিনজা’। ক্লেমন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক। ঈদসহ যেকোনো বড় উৎসবে ক্লেমন হাজির হয় মজার মজার সব কনটেস্ট নিয়ে। এই ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হয়নি। 

‘লেমন নিনজা’ মূলত একটি ডিজিটাল গেম। গেমটি খেলতে ভিজিট করতে হবে লিংকে এবং নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশে ক্লিয়ার ড্রিংক-এর মধ্যে ক্লেমন-এ লেমনের পরিমাণ বেশি। তাই ক্লেমন-এর ট্যাগ লাইন ক্লিয়ারলি লেমন ড্রিংক। ক্লেমন-এর এই ফিচারের ওপর ভিত্তি করে ‘লেমন নিনজা’ গেমটি সাজানো হয়েছে। বেশি বেশি লেমন স্লাইস করলে ক্লেমনের বোতলটি ফিল-আপ হবে এবং এভাবেই গেমটি এগিয়ে যাবে। 

এই ক্যাম্পেইনটি পরিচালনায় আছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লেমন-এর আগের কনটেস্টগুলোর মত এই কনটেস্টেও সবাই অংশগ্রহণ করবে এবং আগের মতো ভালোবাসা দিয়ে ক্লেমন-এর পাশে থাকবে বলেই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ-এর কর্তৃপক্ষ আশা রাখেন। 

ক্লেমন প্রেজেন্টস ‘লেমন নিনজা’ কনটেস্টটি গত ২৩ জুন থেকে শুরু হয়েছে এবং ইতোমধ্যে ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। কনটেস্টটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার ফলাফল, বিজয়ীদের নাম ও কনটেস্টের অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই পেইজে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত