Ajker Patrika

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিমানের বিশেষ ফ্লাইট 

আপডেট : ২৪ মে ২০২৩, ১৪: ৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিমানের বিশেষ ফ্লাইট 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগামী ২৯,৩০ ও ৩১ মে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। 

বাংলাদেশ বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট কেনা যাবে। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR 23 ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। প্রতিদিন ঢাকা থেকে বেলা সাড়ে ৩টার দিকে যাত্রা করে রাজশাহী পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে। রাজশাহী থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। 

বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে চার দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি শুক্র, শনি ও রোববার ঢাকা থেকে বেলা ১১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যায় এবং রাজশাহী থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে এবং রাজশাহী থেকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। 

ঢাকা-রাজশাহী রুটের টিকিট কিনতে বা আনুষঙ্গিক তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট ভিজিট করতে হবে। প্রয়োজনে বিমানের কলসেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও রাজশাহী সেলস কাউন্টারের (০১৭৭৭৭১৫৭৩৬) সঙ্গে যোগাযোগ করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত