Ajker Patrika

সিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২০: ৩৮
সিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্যাংকাসুরেন্স ব্যবসা শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে করপোরেট এজেন্ট হিসেবে অনুমোদন ও লাইসেন্স পাওয়ার সাপেক্ষে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ইস্যুকৃত বীমা পলিসি অফার করবে। 

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, চিফ রিস্ক অফিসার মেসাবাউল আসিফ সিদ্দিকি, চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, হেড অব ট্রেড সার্ভিস ডিভিশন ফারুক আহমেদ, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মাহমুদুর রহমান খান, হেড অব রিটেল বিজনেস, আহমেদ ইসতিয়াক মাহমুদ, হেড অব ব্যাংকাসুরেন্স, মো. সাউদ ইমরান, চিফ অপারেটিং অফিসারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত