Ajker Patrika

ঢাবি চারুকলার সঙ্গে চুক্তি নবায়ন বার্জার পেইন্টসের

ঢাবি চারুকলার সঙ্গে চুক্তি নবায়ন বার্জার পেইন্টসের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সঙ্গে সমঝোতা চুক্তি নবায়ন করল পেইন্ট সলিউশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গতকাল রোববার বার্জারের করপোরেট অফিসে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অব ফাইন আর্ট, ডিইউ’ দেওয়ার বিষয়ে এই চুক্তির নবায়ন অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মহসিন হাবিব চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম, কিংবদন্তি চিত্রশিল্পী চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক মু. আবুল হাশেম খানসহ বার্জার পেইন্টস এবং চারুকলার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে চলতি এপ্রিল মাস থেকে আরও ৫ বছরের জন্য শুরু হতে যাওয়া দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের উপলক্ষটি উদ্‌যাপন করা হয়। 

২০১৭ সালে সূচনার পর থেকেই ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অব ফাইন আর্ট, ডিইউ’ প্রোগ্রামটি চারুকলা অনুষদের শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতিতে এবং মেধার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে আসছে। প্রোগ্রামটির অধীনে বার্জার পেইন্টস প্রতিবছর মোট ৯টি মেধাবৃত্তি দিয়ে আসছে, যার মধ্যে রয়েছে বিভাগভিত্তিক সেরা শিক্ষার্থীদের স্বীকৃতি এবং সব বিভাগ মিলিয়ে বছরের সেরা শিক্ষার্থীর জন্য ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার। 

চারুকলা অনুষদ এবং বার্জার পেইন্টসের এই সহযোগিতাকে আরও সমৃদ্ধ করতে নবায়নকৃত চুক্তির অংশ হিসেবে চালু হতে যাচ্ছে ‘বার্জার ইলিউশন আর্ট কমপিটিশন’। আগের ৯টি মেধাবৃত্তির সঙ্গে এই নতুন বিভাগ যোগ হওয়ার পর এখন থেকে মোট ১০টি পুরস্কার দেওয়া হবে। নতুন এই বিভাগের সংযোজন শৈল্পিক অভিব্যক্তির আরও নতুন নতুন দিক প্রসারের ক্ষেত্রে বার্জার পেইন্টসের প্রতিশ্রুতিরই প্রতিফলন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সঙ্গে সহযোগিতার সম্প্রসারণে উচ্ছ্বাস প্রকাশ করে চুক্তি নবায়ন অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের প্রতিভাকে স্বীকৃতি দিতে প্রতিবছর “বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অব ফাইন আর্ট” দিতে পেরে বার্জার পেইন্টস সম্মানিত বোধ করে। আর এই উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখতে আমরা যে আমাদের অংশীদারত্ব এগিয়ে নিয়ে যেতে পারছি এ জন্যও আমি অত্যন্ত আনন্দিত।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বার্জার পেইন্টসের সঙ্গে অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের একটি জাতীয় প্ল্যাটফর্মে তাঁদের শৈল্পিক প্রতিভা প্রদর্শন এবং স্বীকৃতি লাভের সুযোগের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ‘বার্জার পেইন্টসের সঙ্গে আমাদের একসঙ্গে চলার পথটা যে আরও সম্প্রসারিত হলো তা আমাদের স্থায়ী অংশীদারত্বেরই প্রমাণ। শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক উৎকর্ষের প্রসারে বার্জার পেইন্টসের অব্যাহত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত