Ajker Patrika

কুমিল্লায় কর্মীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের ‘বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত

কুমিল্লায় কর্মীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের ‘বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি কুমিল্লা ও ফেনী জেলার সব শাখা-উপশাখার কর্মীদেরকে নিয়ে দিনব্যাপী ‘আইএফআইসি লারজেস্ট নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ আয়োজন করেছে। গত ১ মার্চ কুমিল্লার একটি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

কনফারেন্সে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার।

অনুষ্ঠানে কুমিল্লা ও নোয়াখালী জেলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে আমানত সংগ্রহ, লোন প্রদান এবং লোন রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট শাখা-উপশাখার প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...