
দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের জন্য টেকসই অর্থায়নের সুযোগ করে দেওয়া এবং গ্রাহকদের বিমা পলিসিতে অধিকতর রিটার্ন প্রদানের লক্ষ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) জিরো কুপন বন্ডে ১১৬ কোটি টাকার বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফ এই বন্ডের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ড ইস্যু করার ক্ষেত্রে লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে।
নতুন এই বিনিয়োগ মেটলাইফের পোর্টফোলিওকে আরও শক্তিশালী করেছে। মেটলাইফের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আছে সরকারি বন্ডে ১৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এবং দেশের প্রথম বেসরকারি খাতের গ্যারান্টিযুক্ত বন্ডে ২১০ কোটি টাকার বিনিয়োগ।
এই বন্ডের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, ডিবিএইচ এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নাসিমুল বাতেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই বন্ডের মাধ্যমে ডিবিএইচ ৩০০ কোটি টাকা অর্থায়ন সংগ্রহের ব্যবস্থা করছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বেশি মানুষের আবাসন অর্থায়ন চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারবে।
এ বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘মেটলাইফ বাংলাদেশের অসীম সম্ভাবনায় বিশ্বাস করে। দেশে দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগের মাধ্যমে আমরা স্থানীয় করপোরেটদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি পূরণে আমাদের আন্তর্জাতিক মানের পোর্টফোলিও ব্যবস্থাপনার দক্ষতাকে কাজে লাগাচ্ছি।’
ডিবিএইচ এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নাসিমুল বাতেন বলেন, ‘ডিবিএইচ দ্রুততা এবং দক্ষতার সঙ্গে বাংলাদেশে সাশ্রয়ী আবাসন অর্থায়নের সুযোগ সৃষ্টি করে চলেছে এবং এ ক্ষেত্রে আমাদের ওপর মেটলাইফ এর মতো বিনিয়োগকারীদের আস্থা দেখে আমরা অত্যন্ত আনন্দিত।’
ইউসিবিআইএল এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর বলেন, ‘আমাদের পুঁজিবাজারকে আরও চাঙ্গা রাখতে ইউসিবিআইএল টিম সব সময় উদ্ভাবনী উপায় বের করার চেষ্টা করে। আমাদের ওপর আস্থা রাখায় ও সফল লেনদেনের জন্য এগিয়ে আসায় আমরা মেটলাইফ এবং ডিবিএইচ-কে ধন্যবাদ জানাই।’
মেটলাইফ দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান। ১৯৫২ সালে দেশে যাত্রা শুরুর পর এই প্রতিষ্ঠানটি দশ লাখেরও বেশি গ্রাহককে বিশ্বমানের আর্থিক সুরক্ষা সেবা দিয়ে আসছে। বাংলাদেশে বিনিয়োগ এবং বিমা খাতে বিশ্বের সেরা কর্মপন্থা, কর্মক্ষেত্রে জনগোষ্ঠীর মেধার উন্নয়ন ও উন্নতমানের ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে আর্থিক খাতের উন্নয়নে অবদান রেখে চলেছে মেটলাইফ।

দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের জন্য টেকসই অর্থায়নের সুযোগ করে দেওয়া এবং গ্রাহকদের বিমা পলিসিতে অধিকতর রিটার্ন প্রদানের লক্ষ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) জিরো কুপন বন্ডে ১১৬ কোটি টাকার বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফ এই বন্ডের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ড ইস্যু করার ক্ষেত্রে লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে।
নতুন এই বিনিয়োগ মেটলাইফের পোর্টফোলিওকে আরও শক্তিশালী করেছে। মেটলাইফের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আছে সরকারি বন্ডে ১৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এবং দেশের প্রথম বেসরকারি খাতের গ্যারান্টিযুক্ত বন্ডে ২১০ কোটি টাকার বিনিয়োগ।
এই বন্ডের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, ডিবিএইচ এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নাসিমুল বাতেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই বন্ডের মাধ্যমে ডিবিএইচ ৩০০ কোটি টাকা অর্থায়ন সংগ্রহের ব্যবস্থা করছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বেশি মানুষের আবাসন অর্থায়ন চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারবে।
এ বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘মেটলাইফ বাংলাদেশের অসীম সম্ভাবনায় বিশ্বাস করে। দেশে দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগের মাধ্যমে আমরা স্থানীয় করপোরেটদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি পূরণে আমাদের আন্তর্জাতিক মানের পোর্টফোলিও ব্যবস্থাপনার দক্ষতাকে কাজে লাগাচ্ছি।’
ডিবিএইচ এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নাসিমুল বাতেন বলেন, ‘ডিবিএইচ দ্রুততা এবং দক্ষতার সঙ্গে বাংলাদেশে সাশ্রয়ী আবাসন অর্থায়নের সুযোগ সৃষ্টি করে চলেছে এবং এ ক্ষেত্রে আমাদের ওপর মেটলাইফ এর মতো বিনিয়োগকারীদের আস্থা দেখে আমরা অত্যন্ত আনন্দিত।’
ইউসিবিআইএল এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর বলেন, ‘আমাদের পুঁজিবাজারকে আরও চাঙ্গা রাখতে ইউসিবিআইএল টিম সব সময় উদ্ভাবনী উপায় বের করার চেষ্টা করে। আমাদের ওপর আস্থা রাখায় ও সফল লেনদেনের জন্য এগিয়ে আসায় আমরা মেটলাইফ এবং ডিবিএইচ-কে ধন্যবাদ জানাই।’
মেটলাইফ দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান। ১৯৫২ সালে দেশে যাত্রা শুরুর পর এই প্রতিষ্ঠানটি দশ লাখেরও বেশি গ্রাহককে বিশ্বমানের আর্থিক সুরক্ষা সেবা দিয়ে আসছে। বাংলাদেশে বিনিয়োগ এবং বিমা খাতে বিশ্বের সেরা কর্মপন্থা, কর্মক্ষেত্রে জনগোষ্ঠীর মেধার উন্নয়ন ও উন্নতমানের ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে আর্থিক খাতের উন্নয়নে অবদান রেখে চলেছে মেটলাইফ।

অ্যারিস্টোফার্মা লিমিটেড স্বাস্থ্যসেবায় ৪০ বছর পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) প্রতিষ্ঠানটির ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে
১৭ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণত একটি রেওয়াজ অনুসরণ করা হয়—প্রার্থীদের নির্বাচনী সুবিধা নেওয়ার সুযোগ যাতে না থাকে, সে কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। এ সময়টাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও সাধারণত আর বসে না।
১৭ ঘণ্টা আগে
ইসলামি সামাজিক অর্থ-সংস্থানকে একটি কার্যকর ও টেকসই উন্নয়নমূলক হাতিয়ারে রূপান্তরের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকাঠামোর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন (জিজিএফ)’। জাকাত, সদকা, ওয়াকফ ও করদে হাসানাহর সুসংগঠিত ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যবিমোচনই এই ফাউন্ডেশনের মূল
২০ ঘণ্টা আগে