Ajker Patrika

খুলনা অঞ্চলে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা

আপডেট : ০২ জুন ২০২৪, ১০: ২৬
খুলনা অঞ্চলে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার ও উপশাখার ইনচার্জদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, পরিচালক মো. রিয়াজুল করিম, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মতিন, খুলনার আঞ্চলিক প্রধান ও ইভিপি আশিষ কুমার লস্করসহ শাখাগুলোর ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার ও উপশাখার ইনচার্জরা। 
 
সভায় খলিলুর রহমান বলেন, ‘ন্যাশনাল ব্যাংকের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। এই ইতিহাস গর্বের, সাফল্যের। সবার মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টাই পারে ব্যাংকটিকে আবারও সাফল্যমণ্ডিত করতে।’

খলিলুর রহমান আরও বলেন, ‘সিএমএসএমই খাতের অপার সম্ভাবনা রয়েছে খুলনা অঞ্চলে।’ এ জন্য খুলনা অঞ্চলে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও উপশাখার কর্মকর্তাদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট হতে বলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত