কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বিজ্ঞপ্তি 
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২২: ০৯
Thumbnail image
কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ছবি: সংগৃহীত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বাছাই করা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। এতে ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত