Ajker Patrika

ট্রাস্ট ব্যাংক ও বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মশালা

ট্রাস্ট ব্যাংক ও বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মশালা

ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে ‘ফাইনান্সিং দা আরএমজি সেক্টর’—শীর্ষক এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন সরকার। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। রেডিমেড গার্মেন্টস সেক্টরে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। তাঁদের ব্যবসা বৃদ্ধির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।’ 

বিশেষ অতিথি কামাল হোসেন সরকার তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগই অর্জিত হয় তৈরি পোশাক সেক্টর থেকে। রপ্তানিমুখী শিল্পে অর্থের যথাযথ বিনিয়োগ নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আয়ূব নবী খান, রেজিস্ট্রার, ট্রেজারার, ডিনসহ ট্রাস্ট ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত