
দেশের বিজ্ঞাপনশিল্পের সবচেয়ে বড় সম্মাননা ও স্বীকৃতির আসর ‘কমওয়ার্ড’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ১৩ আগস্ট রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় ‘কমওয়ার্ডের’ ১১তম আয়োজন। আসরে দেশের সেরা কমিউনিকেশন ক্যাম্পেইনগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থাগুলোর হাতে সম্মাননা পদক তুলে দেন দেশের নেতৃস্থানীয় কমিউনিকেশন ও মার্কেটিং বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপনী সংস্থা ক্যারটকম লিমিটেড এবারের আসরে বিভিন্ন উল্লেখযোগ্য ক্যাটাগরিতে জিতে নিয়েছে মোট ১২টি অ্যাওয়ার্ড। এর মধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জসহ সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্সও রয়েছে।
আকিজ সিরামিকস লিমিটেডের একটি ক্যাম্পেইন ‘দেয়াল ও মেঝে হোক ভাষা বান্ধব’ এর জন্য ক্যারটকম সর্বোচ্চ স্বীকৃতি ‘গ্র্যান্ড প্রিক্স’ সম্মাননায় ভূষিত হয়। দেয়াল ও মেঝে দৃষ্টিপ্রতিবন্ধীদের কাছে ভাষা বান্ধব করে তোলার জন্য ‘আকিজ সিরামিকস’ তৈরি করে কাস্টম মেইড ব্রেইল টাইলস। এ ধরনের টাইলস তৈরির আইডিয়া এবং এর কমিউনিকেশনের জন্য ক্যারটকম সোশ্যাল ক্যাম্পেইন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড পেয়েছে।
‘আকিজ সিরামিকস’ ছাড়াও ‘কেও ফাইট স্টুডিওর’ ক্যাম্পেইন ‘প্রতিঘাতে ভাঙো জড়তা’, ‘সার্কুলার’-এর ‘অ্যাক্ট টু অ্যাভয়েড’ এবং ‘পাঠাও’-এর ‘স্টপ খ্যাপ, রান পাঠাও অ্যাপ’-এর জন্য ক্যারটকম বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১২টি অ্যাওয়ার্ড অর্জন করে। আড়ম্বরপূর্ণ এই আয়োজনে পুরস্কার হস্তান্তর পর্বের আনুষ্ঠানিকতা শেষে ক্যারটকম লিমিটেড পেয়েছে বিজ্ঞাপন বোদ্ধাদের প্রশংসা ও সাধুবাদ। উল্লেখ্য, ক্যারটকম ‘মার্কেট অ্যাকসেস প্রোভাইডার লিমিটেড’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।
মার্কেট অ্যাকসেস গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ এম. হাসান এবং ক্যারটকমের চিফ অপারেটিং অফিসার রাকিবুল হাসান জোহেব ক্যারকটকম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। ক্যারাটকম বলেছে, ‘মাত্র দুই বছর আগে, সম্পূর্ণ নতুন টিম নিয়ে ক্যারটকম নতুনভাবে কাজ শুরু করে। টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অ্যাওয়ার্ডগুলো। এই সম্মাননা আমাদের আরও ভালো কাজ করার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’

দেশের বিজ্ঞাপনশিল্পের সবচেয়ে বড় সম্মাননা ও স্বীকৃতির আসর ‘কমওয়ার্ড’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ১৩ আগস্ট রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় ‘কমওয়ার্ডের’ ১১তম আয়োজন। আসরে দেশের সেরা কমিউনিকেশন ক্যাম্পেইনগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থাগুলোর হাতে সম্মাননা পদক তুলে দেন দেশের নেতৃস্থানীয় কমিউনিকেশন ও মার্কেটিং বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপনী সংস্থা ক্যারটকম লিমিটেড এবারের আসরে বিভিন্ন উল্লেখযোগ্য ক্যাটাগরিতে জিতে নিয়েছে মোট ১২টি অ্যাওয়ার্ড। এর মধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জসহ সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্সও রয়েছে।
আকিজ সিরামিকস লিমিটেডের একটি ক্যাম্পেইন ‘দেয়াল ও মেঝে হোক ভাষা বান্ধব’ এর জন্য ক্যারটকম সর্বোচ্চ স্বীকৃতি ‘গ্র্যান্ড প্রিক্স’ সম্মাননায় ভূষিত হয়। দেয়াল ও মেঝে দৃষ্টিপ্রতিবন্ধীদের কাছে ভাষা বান্ধব করে তোলার জন্য ‘আকিজ সিরামিকস’ তৈরি করে কাস্টম মেইড ব্রেইল টাইলস। এ ধরনের টাইলস তৈরির আইডিয়া এবং এর কমিউনিকেশনের জন্য ক্যারটকম সোশ্যাল ক্যাম্পেইন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড পেয়েছে।
‘আকিজ সিরামিকস’ ছাড়াও ‘কেও ফাইট স্টুডিওর’ ক্যাম্পেইন ‘প্রতিঘাতে ভাঙো জড়তা’, ‘সার্কুলার’-এর ‘অ্যাক্ট টু অ্যাভয়েড’ এবং ‘পাঠাও’-এর ‘স্টপ খ্যাপ, রান পাঠাও অ্যাপ’-এর জন্য ক্যারটকম বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১২টি অ্যাওয়ার্ড অর্জন করে। আড়ম্বরপূর্ণ এই আয়োজনে পুরস্কার হস্তান্তর পর্বের আনুষ্ঠানিকতা শেষে ক্যারটকম লিমিটেড পেয়েছে বিজ্ঞাপন বোদ্ধাদের প্রশংসা ও সাধুবাদ। উল্লেখ্য, ক্যারটকম ‘মার্কেট অ্যাকসেস প্রোভাইডার লিমিটেড’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।
মার্কেট অ্যাকসেস গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ এম. হাসান এবং ক্যারটকমের চিফ অপারেটিং অফিসার রাকিবুল হাসান জোহেব ক্যারকটকম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। ক্যারাটকম বলেছে, ‘মাত্র দুই বছর আগে, সম্পূর্ণ নতুন টিম নিয়ে ক্যারটকম নতুনভাবে কাজ শুরু করে। টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অ্যাওয়ার্ডগুলো। এই সম্মাননা আমাদের আরও ভালো কাজ করার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
৬ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
৬ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
৬ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
৬ ঘণ্টা আগে