
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিগ্রহণ করা পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ, গাজীপুর ও রূপগঞ্জের জমির মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজউকের সভাকক্ষে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারের (অব.) সভাপতিত্বে এই সভা করা হয়।
সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের সার্থক বাস্তবায়নের লক্ষ্যে মূল অধিবাসীরা তাদের মতামত ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা প্রকল্প এলাকার মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত লোকদের পক্ষে রাজউকের চেয়ারম্যান বরাবর ১৩ দফা দাবি উল্লিখিত স্মারকলিপি দেন। মতবিনিময় সভায় রাজউকের চেয়ারম্যান পূর্বাচল প্রকল্পের বিভিন্ন মামলা জটিলতাজনিত সমস্যা নিরসনে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে বরাদ্দ করা প্লটের জটিলতা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রতি শনিবার রাজউকের পূর্বাচল অফিসে রাজউকের চেয়ারম্যান এবং বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন। এ সময় রাজউকের চেয়ারম্যান সভায় উপস্থিত মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের দাবি এবং সমস্যাগুলো লিখিত আকারে প্রকল্প পরিচালকের কাছে জমা দিতে পরামর্শ দেন।
রাজউক চেয়ারম্যান সভায় উল্লেখ করেন, প্রকল্প এলাকায় ৯৭টি মসজিদ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্প এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কে রাজউকের পরিকল্পনা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আহাদ, এনডিসি এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক ও পরিচালক (এস্টেট ও ভূমি-২) মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। সভায় আরও উপস্থিত ছিলেন পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাধারণ অধিবাসীদের প্রতিনিধিরা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিগ্রহণ করা পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ, গাজীপুর ও রূপগঞ্জের জমির মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজউকের সভাকক্ষে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারের (অব.) সভাপতিত্বে এই সভা করা হয়।
সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের সার্থক বাস্তবায়নের লক্ষ্যে মূল অধিবাসীরা তাদের মতামত ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা প্রকল্প এলাকার মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত লোকদের পক্ষে রাজউকের চেয়ারম্যান বরাবর ১৩ দফা দাবি উল্লিখিত স্মারকলিপি দেন। মতবিনিময় সভায় রাজউকের চেয়ারম্যান পূর্বাচল প্রকল্পের বিভিন্ন মামলা জটিলতাজনিত সমস্যা নিরসনে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে বরাদ্দ করা প্লটের জটিলতা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রতি শনিবার রাজউকের পূর্বাচল অফিসে রাজউকের চেয়ারম্যান এবং বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন। এ সময় রাজউকের চেয়ারম্যান সভায় উপস্থিত মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের দাবি এবং সমস্যাগুলো লিখিত আকারে প্রকল্প পরিচালকের কাছে জমা দিতে পরামর্শ দেন।
রাজউক চেয়ারম্যান সভায় উল্লেখ করেন, প্রকল্প এলাকায় ৯৭টি মসজিদ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্প এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কে রাজউকের পরিকল্পনা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আহাদ, এনডিসি এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক ও পরিচালক (এস্টেট ও ভূমি-২) মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। সভায় আরও উপস্থিত ছিলেন পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাধারণ অধিবাসীদের প্রতিনিধিরা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৬ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৬ ঘণ্টা আগে